আলাপচারিতা
আমি যা ছিলাম তাই আছি: তাসনিয়া ফারিণ
 
																								
												
												
											মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণকে দেখলেই মনে হয় পাশের বাড়ির মেয়ে! মাত্র তিন বছরেই প্রথম সারির অভিনেত্রীদের কাতারে চলে এসেছেন তিনি। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় কাটছে তার। সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন তিনি।
সিনেমাওয়ালা নিউজ: অভিনয়ে আপনাকে প্রভাবিত করেছে কারা?
তাসনিয়া ফারিণ: আশেপাশের মানুষ আমার অভিনয়কে অনেক প্রভাবিত করেছে। মানুষের কথা, আচরণ, এমনকি প্রকৃতির অনেক কিছু থেকে অনুপ্রেরণা নিয়ে অভিনয় করার চেষ্টা থাকে আমার।
সিনেমাওয়ালা নিউজ: সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে দর্শকদের প্রভাবিত করা যায় বলে মনে করেন?
ফারিণ: সোশ্যাল মিডিয়া এখন খুব শক্তিশালী একটি টুল। এটার ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। তবে আমরা কীভাবে এটাকে ব্যবহার করবো, সেই দায়িত্ববোধ অনেকটাই আমাদের নিজেদের।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: একজন অভিনয়শিল্পীর মধ্যে কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ফারিণ: যেকোনো পেশায় বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের জন্য শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। শৃঙ্খলাই কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
সিনেমাওয়ালা নিউজ: অভিনয়ের বেলায় স্বতন্ত্র বৈশিষ্ট্য তৈরি করা কতটা দরকারি?
ফারিণ: প্রত্যেক মানুষই তো আলাদা। তাই প্রত্যেকের কাজ ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। আমাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, ক্যামেরার সামনে নিজেদের উজাড় করে দেওয়া। তাহলে আপনাআপনি একটা স্বাতন্ত্র্য তৈরি হয়।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: পেশা ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখেন কীভাবে?
ফারিণ: পেশাগত এবং ব্যক্তিজীবন একটা থেকে আরেকটাকে সম্পূর্ণ আলাদা রাখার চেষ্টা করি। আমি নিজের কাজকে ভালোবাসি, কিন্তু সেটা আমার পেশা। কাজের দুশ্চিন্তা বা চাপ বাড়ি পর্যন্ত টেনে আনি না। বিপরীতভাবে কাজের ওপর ব্যক্তিজীবনের প্রভাব পড়তে দেই না।
সিনেমাওয়ালা নিউজ: আপনার অসংখ্য ভক্ত। এই উন্মাদনার অনুভূতি কেমন?
ফারিণ: যে কাজটা করতে পছন্দ করি, তার মাধ্যমে অনেকের ভালোবাসা পাই; এক্ষেত্রে আমি ভাগ্যবতী। এজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এটা নিয়ে আলাদা কোনো অনুভূতি নেই। আমি যা ছিলাম তাই আছি।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: আপনার কাছে সাফল্যের মন্ত্র কী?
ফারিণ: সাধনা ও অধ্যবসায়। শর্টকাটে কখনো সাফল্য পাওয়া যায় না। সাফল্যের জন্য প্রয়োজন অনেক পরিশ্রম করা এবং মন থেকে সেটা চাওয়া।
সিনেমাওয়ালা নিউজ: তারকা হওয়ার পর জীবনে কী কী পরিবর্তন এসেছে?
ফারিণ: তেমন কোনো পরিবর্তন আসেনি ব্যক্তিজীবনে। তবে পেশাগতভাবে অনেক পরিবর্তন এসেছে। তাছাড়া এখন আমার মধ্যে আগের চেয়ে অনেক বেশি সামাজিক দায়বদ্ধতা কাজ করে।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: মানুষকে বিনোদন দেওয়া কঠিন কাজ, কীভাবে এই কাজে আগ্রহী হয়ে উঠলেন?
ফারিণ: ছোটবেলা থেকেই সৃজনশীল কাজের প্রতি খুব আগ্রহ ছিল আমার। অন্য কোনো পেশায় নিজেকে দেখা সহজ হতো না। অভিনয়টা দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি আমাকেও আনন্দ দেয়।
সিনেমাওয়ালা নিউজ: শুটিংয়ে বিরতি থাকলে কী করেন?
ফারিণ: ঘুরে বেড়াই, গান গাই, বই পড়ি এবং বেশিরভাগ সময় ঘরে থাকি।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: ক্যারিয়ারে কত বছর পূর্ণ করলেন? পথচলাটা কেমন ছিল?
ফারিণ: ২০১৬ সালে বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলাম। তবে ২০১৯ সাল থেকে অভিনয়শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছি। আমার এই পথচলাটা বেশ মসৃণ হলেও অপরিকল্পিত ছিল। আমি শুধু স্রোতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলাম।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: বিনোদন অঙ্গন ক্রমে বদলাচ্ছে। আগামী ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
ফারিণ: আমি বরাবরই সীমানা ছাড়িয়ে সারাবিশ্বে কাজ করতে চেয়েছি। যেহেতু পৃথিবী ক্রমে ছোট থেকে ছোট হয়ে আসছে, তাতে কোনো একদিন নিজেকে একজন বৈশ্বিক অভিনয়শিল্পী হিসেবে দেখলে ভালো লাগবে।

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: অভিনয়ের বাইরে অন্য কোন অঙ্গন নিয়ে আবেগ কাজ করে আপনার?
ফারিণ: গান গাওয়ার খুব আগ্রহ আছে আমার। ফলে গান সম্পর্কিত কিছু সৃষ্টির প্রতি আবেগ কাজ করে।
সিনেমাওয়ালা নিউজ: কেউ আপনার জীবন নিয়ে ছবি বানালে কাকে বেশি মানাবে?
ফারিণ: (হাসি) আমার জীবন খুব একঘেয়ে, বায়োপিকের উপযোগী নয়!

তাসনিয়া ফারিণ (ছবি: কাজী সাজ্জাদ)
সিনেমাওয়ালা নিউজ: মহামারিকালে ভক্তদের জন্য কী বার্তা দিতে চান?
ফারিণ: করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু স্বাস্থ্যবিধি সবসময় মেনে চলা গুরুত্বপূর্ণ। গবেষকদের শঙ্কা, আমাদের সামনে আরও বড় সংকট অপেক্ষা করছে। তাই যেকোনো প্রতিকূলতা মোকাবিলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
 
																	
																															- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 
 
								 
									 
																	 
									 
																			 
									 
																			 
									 
																			 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											