Connect with us

ছবিঘর

আমেরিকায় একে অপরকে ধরে ঘুরে বেড়ালেন শাকিব-বুবলী

ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী দীর্ঘদিন পর কাছাকাছি এলেন। তবে দেশে নয়, সুদূর মার্কিন মুলুকে তাদের ফুরফুরে মেজাজে দেখা গেলো। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে দারুণ সময় কাটছে তাদের। তখন তোলা কিছু ছবি আজ (৩ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুবলী।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাকিব ও বীরের সঙ্গে তোলা ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে জীবন।’ এর সঙ্গে আমেরিকা হ্যাশট্যাগ ও হৃদয় আকৃতি, প্রার্থনা, দুষ্ট নজর থেকে রক্ষার তাবিজ ও সুখের অনুভূতির ইমোজিগুলো জুড়ে দিয়েছেন তিনি।

শাকিব খান ও শবনম বুবলীর আবার কাছাকাছি আসার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুবলীকে কী দেখাচ্ছেন শাকিব? এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে ভক্তদের মনে।

বুবলীর পেজে এই পোস্টে লাইক পড়েছে ১ লাখ ৭০ হাজারের মতো। এটি শেয়ার হয়েছে ৪ হাজার ২০০ বারের বেশি।

সবুজের সমারোহে দাঁড়িয়ে শাকিব ও বুবলীর আলাপ।

ফেসবুকে শেহজাদ খান বীর পেজ থেকেও ‘আমেরিকা হ্যাশট্যাগ ও হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে ছবিগুলো পোস্ট করা হয়েছে।

বীরের পেজে এই পোস্টে লাইক পড়েছে ২০ হাজারের মতো।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বীরকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন শাকিব খান ও শবনম বুবলী।

২০২২ সালের ৩ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় বুবলী দাবি করেন, ২০১৮ সালের ২০ আগস্ট শাকিবের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীর জন্মগ্রহণ করে।

২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সংবাদ পাঠক হিসেবে পরিচিত শবনম বুবলী। এরপর ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বীর’, ‘বিদ্রোহী’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ