ওটিটি
‘আয়নাবাজি’ দেখা যাচ্ছে হইচইয়ে

‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা (ছবি: কন্টেন্ট ম্যাটারস)
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এলো বাংলাদেশের দর্শকনন্দিত সিনেমা ‘আয়নবাজি’। গতকাল (৮ ফেব্রুয়ারি) থেকে এটি দেখা যাচ্ছে।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নবাজি’ ২০১৬ সালে সিনেমাহলে মুক্তি পায়। এতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সবশ্রেণির দর্শকদের মন জয়ের পাশাপাশি সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায় সিনেমাটি।

‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরী (ছবি: কন্টেন্ট ম্যাটারস)
হইচইয়ে মুক্তি প্রসঙ্গে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এটি আমার পরিচালিত প্রথম সিনেমা। এর গল্প সমাজের একটি সত্য ঘটনাকে প্রতিফলিত করে। আশা করছি, হইচইয়ের মাধ্যমে এটি বিশ্বের বিভিন্ন ভাষাভাষির দর্শকদের মুগ্ধ করবে।’

‘আয়নাবাজি’তে (বাঁ থেকে) পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা (ছবি: কন্টেন্ট ম্যাটারস)
‘আয়নবাজি’তে আরো অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, জামিল হোসেন, গাউসুল আলম শাওন, ইফফাত তৃষা প্রমুখ।

‘আয়নাবাজি’তে চঞ্চল চৌধুরী (ছবি: কন্টেন্ট ম্যাটারস)
৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাতটি শাখায় সেরা হয়েছে ‘আয়নবাজি’। এরমধ্যে রয়েছে সেরা পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, সেরা চিত্রনাট্যকার অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন, সেরা চিত্রগ্রাহক রাশেদ জামান, সেরা চিত্রসম্পাদক ইকবাল আহসানুল কবির, সেরা শব্দগ্রাহক রিপন নাথ এবং যৌথভাবে সেরা পোশাক ও সাজসজ্জা ফারজানা সান।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
