ওটিটি
আরিয়ানের ওয়েব সিরিজের প্রিমিয়ারে পুরো খান পরিবার, আর কোন তারকারা এলেন?

আরিয়ান খান, গৌরি খান, আব্রাম খান, সুহানা খান ও শাহরুখ খান (ছবি: নেটফ্লিক্স)
ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ মুক্তি পেয়েছে, এ উপলক্ষে জমকালো প্রিমিয়ার আয়োজন করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। গতকাল (১৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ে ছিলো এই আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের অনেক তারকা। তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ফোন করেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।
আরিয়ানের প্রথম কাজের বিশেষ প্রদর্শনীতে হাজির হয় পুরো খান পরিবার। শাহরুখের স্ত্রী গৌরি খান, মেয়ে সুহানা খান ও দুই ছেলে আরিয়ান ও আব্রাম খান একসঙ্গে আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন। সুহানাকে দেখা গেছে হলুদ গাউনে। মোবাইল ফোনে বাবার ছবি তুলেছেন আরিয়ান।

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: নেটফ্লিক্স)
ঝলমলে রুপালি রঙের পোশাকে নজর কাড়েন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। গাঢ় গোলাপি পোশাকে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাবেলি নন্দা। অতিথি তালিকায় আরো ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, খুশি কাপুর, তারকা দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট, অজয় দেবগণ-কাজল, অভিনেতা অর্জুন কাপুর, ভিকি কৌশল, বিজয় ভার্মা, অগস্ত্য নন্দা, নির্মাতা করণ জোহর, অ্যাটলি, ফারাহ খান, ফারহান আখতার, শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি।

(বাঁ থেকে) লক্ষ্য লালওয়ানি, সাহের বাম্বা ও রাঘব জুয়াল (ছবি: নেটফ্লিক্স)
নেটফ্লিক্সে আজ (১৮ সেপ্টেম্বর) থেকে দেখা যাচ্ছে ‘দ্য ব্যা***ডস অব বলিউড’। সিরিজটি প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি। এতে জুটি বেঁধেছেন লক্ষ্য লালওয়ানি ও সাহের বাম্বা। এছাড়া আছেন ববি দেওল, রাঘব জুয়াল, আনিয়া সিং, মোনা সিং, মনোজ পাহওয়া, গৌতমী কাপুর, করণ জোহর। অতিথি চরিত্রে পর্দায় এসেছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিং, ইমরান হাশমি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
