Connect with us

গান বাজনা

‘আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ইমরান মাহমুদুল (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল প্রথমবার বাবা হলেন। আজ (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। তার স্ত্রী মেহের আয়াত জেরিন ও কন্যা দুই জনই ভালো আছে। তবে মেয়ের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। 

ফেসবুকে ইমরান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরো রঙিন করে দেবে ইনশাআল্লাহ। আমার স্ত্রী ও মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন। আমিন।’

ইমরান মাহমুদুল ও মেহের আয়াত জেরিন (ছবি: ফেসবুক)

২০২৩ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। আড়াই বছর পর তাদের সংসার বড় হলো। কন্যার বাবা হওয়ায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী গায়ককে অভিনন্দনে সিক্ত করেছেন ভক্ত ও সংগীতাঙ্গনের শিল্পীরা।

ইমরান মাহমুদুল (ছবি: ফেসবুক)

এদিকে আগামী ৪ ডিসেম্বর প্রকাশ হবে ইমরান মাহমুদুলের নতুন গান ‘মন গলবে না’। এর সুর ও সংগীত তারই। এতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানের কথা লিখেছেন কবির বকুল। ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে বের হচ্ছে এটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ