ওটিটি
আসছে নতুন এক ‘ভাইরাস’

‘ভাইরাস’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: চরকি)
‘আসছে নতুন এক ধরনের ভাইরাস! আপনি কী আক্রান্ত?’ এমন ক্যাপশন দিয়ে গতকাল (৩০ জুলাই) সন্ধ্যায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশিত হয়। এরপর থেকে এটি নিয়ে আলোচনা মেতেছেন অনেক দর্শক।
পোস্টারটি ওয়েব সিরিজ ‘ভাইরাস’-এর। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। তিনি এর আগে দুটি সিনেমা পরিচালনা করেছেন। এরমধ্যে ‘দেবী’ হলে এবং ‘দুই দিনের দুনিয়া’ মুক্তি পায় চরকিতে।
কোন ভাবনা থেকে ‘ভাইরাস’ নির্মাণ করা? এমন প্রশ্নে অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ে ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি যেটি তাদের একটু হলেও ভাবাবে। পুরো শুটিংয়ের সময় তীব্র গরম ও রোদ ছিলো, ভাগ্য ভালো কেউ পালিয়ে যায় নাই! আর পালিয়ে যায় নাই মানেই হলো গল্পটা ছেড়ে যায় নাই, তারা গল্পের ভেতরেই ছিলো। সিরিজের প্রতিটি পর্বে রয়েছে বিভিন্ন মজা, দর্শকরা নিশ্চয়ই মিস করবেন না!’

‘ভাইরাস’ ওয়েব সিরিজের দৃশ্যে শ্যামল মওলা (ছবি: চরকি)
পোস্টারে দেখা যাচ্ছে অভিনেতা শ্যামল মাওলার অর্ধেক মুখ চাদরে ঢাকা। বাকি অর্ধেক ভাইরাস আক্রান্ত। তিনি বলেন, ‘সিরিজটিতে কাজ করার মূলে হলো অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলো। তাছাড়া এখানে আমার চরিত্রটি একদম ভিন্ন। গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের ভালো লাগবে।’

‘ভাইরাস’ ওয়েব সিরিজের দৃশ্যে তারিক আনাম খান (ছবি: চরকি)
পোস্টারে দেখা মিলেছে তারিক আনাম খানেরও। চরকির পর্দায় এবারই প্রথম তার কাজ দেখা যাবে। তিনি বলেন, ‘ভাইরাস এই সময়ের একটি গল্পের অন্যরকম উপস্থাপন। দর্শকদের জন্য কনটেন্টটি উপভোগ্য হবে।’

‘ভাইরাস’ ওয়েব সিরিজের দৃশ্যে শরীফ সিরাজ (ছবি: চরকি)
‘ভাইরাস’-এ আরো অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী। শিগগিরই চরকিতে মুক্তি পাবে সিরিজটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
