গান বাজনা
জুবিনকে শ্রদ্ধা জানাতে রাস্তায় জনসমুদ্র, আসাম সরকারের তিন দিনের শোক

জুবিন গার্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)
সিঙ্গাপুর থেকে ভারতের দিল্লি হয়ে বিশেষ বিমানে আসাম রাজ্যে আনা হলো প্রবাদপ্রতীম সংগীতশিল্পী জুবিন গার্গের মরদেহ। আজ (২১ সেপ্টেম্বর) সকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপিনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মরদেহ। তাঁর মরদেহ গ্রহণ করেন শোকসন্তপ্ত স্ত্রী গরিমা শইকীয়া গার্গ। বিমানবন্দরের বাইরে তখন ধ্বনি ওঠে, ‘জয় জুবিনদা’।
দিব্যি সুস্থ জলজ্যান্ত মানুষটা সিঙ্গাপুর গেলেও ফিরলো কফিনবন্দি! কে ভেবেছিলো, স্কুবা ডাইভিং তাঁর প্রাণ কেড়ে নেবে। রানওয়েতে জুবিনের কফিনের ওপর ‘গামোছা’ রাখতে গিয়ে নিজেকে সামলাতে না পেরে অঝোরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী গরিমা।

জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে আসামে রাস্তায় জনসমুদ্র (ছবি: ফেসবুক)
বিমানবন্দর থেকে ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্স জুবিনের কফিন নিয়ে যাত্রা শুরু করে। গাড়িতে ফুল দিয়ে সাজানো তাঁর বিশাল আকারের প্রতিকৃতি। শেষযাত্রার সঙ্গী বাদ্যযন্ত্রীরা, যারা বছরের পর বছর বিভিন্ন অনুষ্ঠানে এই গায়কের সঙ্গে বাজিয়েছেন। আসামের ডিজিপি হরমিত সিং ছিলেন। প্রিয় গায়ককে শেষবারের মতো বিদায় জানাতে রাস্তা জুড়ে কাতারে কাতারে জনসমাগম। আসামের প্রসিদ্ধ ‘গামোছা’য় লেখা ‘জ়ুবিন গার্গ চিরকালের’। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহান্ত গাড়ির সামনে হেঁটে ভিড় সরিয়েছেন।

জুবিন গার্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)
জানা গেছে, জুবিনের মরদেহ প্রথমে তাঁর কাহিলিপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলেকে শেষবারের মতো দেখেন ৮৫ বছর বয়সী বাবা। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে (সরুসাজাই স্টেডিয়াম)। সেখানে গতকাল রাত থেকেই হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে অপেক্ষমাণ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

জুবিন গর্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)
এদিকে জুবিন গার্গের অকাল মৃত্যুতে আসামের রাজ্য সরকার ২০ সেপ্টেম্বর থেকে তিন দিনের শোক পালন করছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সরকারি বিনোদনমূলক কার্যক্রম বন্ধ থাকবে। ‘সেবা সপ্তাহ’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ আনা হয়েছে রাজ্যে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
