Connect with us

নাটক

ইয়াশ-মালাইকাকে নিয়ে রাজের ‘ক্ষতিপূরণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা)

ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’ দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন ইউটিউব ফিল্মের নাম রাখা হয়েছে ‘ক্ষতিপূরণ’।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ক্ষতিপূরণ’ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবারও ছোট পর্দায় আসছেন। এবার অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে।

‘ক্ষতিপূরণ’-এর শুটিংয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ক্ষতিপূরণ’-এর গল্প আপাতত জানাতে চান না মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে যে বার্তা আছে সেটি বললেন তিনি, ‘কোনও মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনও মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়।’

গত ২ মে থেকে ৭ মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ‘ক্ষতিপূরণ’-এর শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

‘ক্ষতিপূরণ’-এর প্রচারণামূলক পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

‘ক্ষতিপূরণ’-এ থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন ইয়। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘ক্ষতিপূরণ’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ