ঢালিউড
ইরফান সাজ্জাদের ‘আলী’ বড় পর্দায়, দর্শকদের জন্য কক্সবাজার ভ্রমণের সুযোগ!

‘আলী’ সিনেমার দৃশ্যে ইরফান সাজ্জাদ (ছবি: তরী মাল্টিমিডিয়া)
অভিনেতা ইরফান সাজ্জাদের নতুন সিনেমা ‘আলী’ বড় পর্দায় মুক্তি পাচ্ছে আজ (১৮ জুলাই)। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ছেলেটি বাক্প্রতিবন্ধী। ট্রেলারে তার শারীরিক প্রতিবন্ধকতা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার অভিনয় কয়েক ঝলক দেখে চমকে গেছেন দর্শক-ভক্তরা। ফলে সিনেমাটি দেখার কৌতূহল জেগেছে অনেকের মনে।
‘আলী’ ৫টি সিনেমাহলে চলবে। এরমধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা (দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট) ও সনি স্কয়ার শাখা (দুপুর ১টা ৫০ মিনিট, সন্ধ্যা ৭টা ২০ মিনিট), যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, বগুড়ার মম-ইন।
জানা গেছে, সিনেমাহলে ‘আলী’ দেখলে কক্সবাজার ভ্রমণের সুযোগ মিলতে পারে! প্রতি সপ্তাহে তিন জন দর্শক পাবেন সঙ্গীসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও ফোর স্টার হোটেলে বিনামূল্যে থাকার সুযোগ। ‘আলী’ সিনেমার টিকিটের ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে #WatchingAlilnCinema হ্যাশট্যাগসহ আপলোড করতে হবে। সিনেমাহলে রাখা ড্রপ বক্সে টিকিট জমা দিলেও চলবে। প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে তিন জন বিজয়ী নির্বাচন করা হবে। আজ থেকে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

‘আলী’ সিনেমার দৃশ্যে ইরফান সাজ্জাদ (ছবি: তরী মাল্টিমিডিয়া)
তরী মাল্টিমিডিয়ার নিবেদনে সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ভয়াল’ মুক্তি পায় ২০২৪ সালে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ‘আলী’র মাধ্যমে আবারও হাত মিলিয়েছেন তারা। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই সিনেমার ১ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে রয়েছে রহস্যের আভাস। পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাইবোন আলী ও রশ্মিকে ঘিরে সিনেমার গল্প। পাহাড়ে ছোট বোন রশ্মিকে নিয়ে থাকে বাক্প্রতিবন্ধী আলী। এক দুর্ঘটনায় তারা আলাদা হয়ে যায়। সাইন ল্যাঙ্গুয়েজের ওপর নির্ভরশীল আলী অবিচার ও নির্যাতনের ভেতরেও হার মানে না। অন্যদিকে রশ্মি ভাইকে খুঁজতে লড়াই করে।

‘আলী’ সিনেমার পোস্টার (ছবি: তরী মাল্টিমিডিয়া)
সাহসী ভাইয়ের প্রতীক আলী চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে গিয়ে নিজেকে ভিন্নভাবে তুলে ধরেছেন ইরফান সাজ্জাদ। চোখ, অভিব্যক্তি আর শরীরী ভাষা দিয়ে অভিনয় করেছেন তিনি। রশ্মির ভূমিকায় আছে মিলিতা মেহজাবিন অর্পা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, ক্রিস্টিয়ানো তন্ময়, মো. ইকবাল প্রমুখ। প্রযোজনায় তাজুল ইসলাম।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস