টেলিভিশন
ঈদের তৃতীয় দিন মান্নার ২ সিনেমা, মিথিলার ‘জলে জ্বলে তারা’, শাকিব-বুবলীর ‘বীর’
ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দায় বিশেষ অনুষ্ঠানমালায় অন্যতম আকর্ষণ বড় পর্দার সিনেমা। এরমধ্যে থাকছে কয়েকটি সিনেমার টিভি প্রিমিয়ার। আজ (৯ জুন) ঈদের তৃতীয় দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বেশ কিছু সিনেমা। জেনে নিন কোন চ্যানেলে কোনটি কখন দেখা যাবে।

মান্না (জন্ম: ১৪ এপ্রিল, ১৯৬৪; মৃত্যু: ১৭ ফেব্রুয়ারি, ২০০৮)
এনটিভিতে মান্নার দুই সিনেমা
প্রয়াত নায়ক মান্না অভিনীত ও কাজী হায়াৎ পরিচালিত দুটি দর্শকপ্রিয় সিনেমা দেখাবে এনটিভি। আজ সকাল ১০টা ০৫ মিনিটে রয়েছে ‘আম্মাজান’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, শবনম, ডিপজল, মিজু আহমেদ, সিরাজ হায়দার, দারাশিকো প্রমুখ।
এনটিভিতে আজ বিকেল ৪টা ২০ মিনিটে দেখানো হবে মান্না প্রযোজিত প্রথম সিনেমা ‘লুটতরাজ’ (১৯৯৭)। এতে তার সঙ্গে অভিনয় করেছেন দিতি, মৌসুমী, আনোয়ারা, আনোয়ার হোসেন, রাজিব, মিজু আহমেদ, দিলদার।

‘জলে জ্বলে তারা’ সিনেমার পোস্টার (ছবি: অনন্য সৃষ্টি প্রোডাকশন্স)
চ্যানেল আইয়ে ‘জলে জ্বলে তারা’
অরুণ চৌধুরী পরিচালিত ‘জলে জ্বলে তারা’র টিভি প্রিমিয়ার হবে আজ সকাল ১০টা ১৫ মিনিটে। অভিনয়ে রাফিয়া রশিদ মিথিলা, এফ এস নাঈম, মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী।
দীপ্ত টিভিতে ‘তুফান’
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ প্রচার হবে আজ দুপুর ১টায়। রায়হান রাফীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওন, হাসনাত রিপন, মানব সাচদেব।

‘তুফান’ সিনেমায় মাসুমা রহমান নাবিলা ও শাকিব খান (ছবি: চরকি)
দীপ্ত টিভিতে আজ সকাল ৯টায় দেখানো হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘আশিকী’ (২০১৫)। এতে তার বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা অঙ্কুশ হাজরা। পরিচালনায় অশোক পতি।
বিটিভিতে ‘বীর’
কাজী হায়াৎ পরিচালিত ৫০তম সিনেমা ‘বীর’ প্রচার হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। এটি শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘বীর’ ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়।
আরটিভিতে বুবলীর ‘মায়া দ্য লাভ’
চিত্রনায়িকা শবনম বুবলীর ‘মায়া দ্য লাভ’ প্রচার হবে আজ সকাল ১০টা ০৫ মিনিটে। জসিম উদ্দীন জাকির পরিচালিত এই সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলন।

‘মায়া: দ্য লাভ’ সিনেমার পোস্টার (ছবি: ব্রাদার্স প্রোডাকশন হাউস)
শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ‘মনের জ্বালা’ প্রচার হবে আজ দুপুর ২টা ১০ মিনিটে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মালেক আফসারীর পরিচালনায় আরো অভিনয় করেছেন ববিতা, মিশা সওদাগর, মিজু আহমেদ, কাবিলা, সাঙ্কো পাঞ্জা।
মাছরাঙা টেলিভিশনে ‘পোড়ামন ২’
অভিনেতা সিয়াম আহমেদ ও পরিচালক রায়হান রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ (২০১৮) প্রচার হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। এতে সিয়ামের সঙ্গে জুটি বাঁধেন পূজা চেরি। এটি ছিল ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ (সাইমন সাদিক, মাহিয়া মাহি) সিনেমার সিক্যুয়েল।
নাগরিক টিভিতে আরিফিন শুভ’র ‘মিশন এক্সট্রিম ২’
চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ আজ বিকেল ৫টায় প্রচার হবে। এটি ‘মিশন এক্সট্রিম’ (২০২১) সিনেমার সিক্যুয়েল। দুটোই পরিচালনা করেছেন সানি সারোয়ার ও ফয়সাল আহমেদ। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ সিনেমায় আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস দ্বীপ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, মনোজ কুমার প্রামানিক, মাজনুন মিজান, মিশা সওদাগর, আরেফ সৈয়দ, সৈয়দ হাসান ইমাম, খালিদ হাসান রুমি। আইটেম গানে নেচেছেন ইয়ামিন হক ববি।
ঢালিউডের আরো তিনটি সিনেমা আজ দেখাচ্ছে নাগরিক টিভি। এরমধ্যে সকাল ৯টা ৩০ মিনিটে ফারুক ওমর পরিচালিত ‘লাভার নাম্বার ওয়ান’ (২০১৫, বাপ্পী চৌধুরী ও পরিমণি), দুপুর ১২টায় সৈকত নাসিরের ‘দেশা দ্য লিডার’ (২০১৪, শিপন মিত্র ও মাহিয়া মাহি), দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে মো. ইকবালের ‘ডেড বডি’ (২০২৪, জিয়াউল রোশান ও মিষ্টি জাহান)।
বৈশাখী টিভিতে ‘পিতার আসন’
ঢালিউড জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ‘পিতার আসন’ প্রচার হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় এফ আই মানিকের পরিচালনায় আরো অভিনয় করেছেন রাজ্জাক, আমিন খান, ডিপজল, নিপুণ আক্তার, সুচরিতা, আলীরাজ, কাজী হায়াৎ, ডন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
