টেলিভিশন
ঈদের পঞ্চম দিন সালমান শাহের ৩ সিনেমা, ‘আজব কারখানা’, ‘ওমর’
ঈদুল আজহা উপলক্ষে ছোট পর্দায় বিশেষ অনুষ্ঠানমালায় অন্যতম আকর্ষণ বড় পর্দার সিনেমা। আজ (১১ জুন) ঈদের পঞ্চম দিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বেশ কিছু সিনেমা। জেনে নিন কোন চ্যানেলে কোনটি কখন দেখা যাবে।

‘অন্তরে অন্তরে’ সিনেমায় সালমান শাহ ও মৌসুমী (ছবি: আশা প্রডাকশনস লিমিটেড)
এনটিভিতে সালমান শাহ-মৌসুমীর ‘অন্তরে অন্তরে’
অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমী জুটির ‘অন্তরে অন্তরে’ প্রচার হবে আজ বিকেল ৪টা ২০ মিনিটে। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শিবলী সাদিকের পরিচালনায় আরো অভিনয় করেছেন শশী, বীণা, আনোয়ারা, রাজিব, শারমিন, রাজিব, নাসির খান, শওকত আকবর, ফখরুল হাসান বৈরাগী, দিলদার।
এনটিভিতে আজ সকাল ১০টা ০৫ মিনিটে দেখানো হবে কাজী হায়াতের পরিচালনায় কাজী মারুফ অভিনীত প্রথম সিনেমা ‘ইতিহাস’। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আরো অভিনয় করেছেন মৌসুমী, রত্না, ডিপজল, মিজু আহমেদ, কাজী হায়াৎ, কাবিলা, আফজাল শরীফ।

‘স্নেহ’ সিনেমায় মৌসুমী ও সালমান শাহ (ছবি: আজাদ পিকচার্স)
দীপ্ত টিভিতে সালমান শাহ-মৌসুমীর ‘স্নেহ’
সালমান শাহ ও মৌসুমী জুটির ‘স্নেহ’ প্রচার হবে আজ সকাল ৯টায়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় আরো অভিনয় করেছেন শাবানা, আলমগীর, হুমায়ুন ফরীদি, রিনা খান, নাসির খান, বাবর, আমির সিরাজী, ববি, জামিলুর রহমান শাখা ও জহিরুল হক।
দীপ্ত টিভিতে আজ দুপুর ১টায় রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ (২০২৪)। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আইমন সিমলা, তানজিলা হক। আইটেম গানে নেচেছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক।

‘প্রেম পিয়াসী’র দৃশ্যে শাবনূর ও সালমান শাহ (সুপ্রভাত কথাচিত্র)
নাগরিক টিভিতে সালমান শাহ-শাবনূরের ‘প্রেম পিয়াসী’
সালমান শাহ ও শাবনূর জুটির ‘প্রেম পিয়াসী’ প্রচার হবে আজ দুপুর ১২টায়। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রেজা হাসমতের পরিচালনায় আরো অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব, জাহানারা ভূঁইয়া, অনিল চৌধুরী, মিশা সওদাগর, সিরাজ হায়দার, তুষার খান, জামিলুর রহমান শাখা।
ঢালিউড তারকা শাকিব খানের দুটি সিনেমা আজ দেখাবে নাগরিক টিভি। সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বস্তির রানী সুরিয়া’ (২০০৪, পপি, শাহনাজ, ডিপজল ও মিশা সওদাগর)। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে মালেক আফসারীর ‘ফুল এন্ড ফাইনাল’ (২০১৩; শাকিব খান ও ববি হক)।
বিকেল ৫টায় প্রচার হবে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ (২০২১)। সানি সারোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, সাদিয়া নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মনোজ কুমার প্রামাণিক, সুদীপ বিশ্বাস দীপ, মাজনুন মিজান, মিশা সওদাগর, সৈয়দ আরেফ।

‘আজব কারখানা’ সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় (ছবি: চ্যানেল আই)
চ্যানেল আইয়ে ‘আজব কারখানা’
ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘আজব কারখানা’ (২০২৪) প্রচার হবে আজ সকাল ১০টা ১৫ মিনিটে। শবনম ফেরদৌসীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন মডেল ইমি, দিলরুবা দোয়েল, খালেদ হাসান রুমী, সেলিম বয়াতী, কিতাব আলী, মম, মাইমুনা, অর্পণ।
মাছরাঙা টেলিভিশনে ‘বিশ্বসুন্দরী’
অভিনেতা সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ (২০২০) প্রচার হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ ও খালেদ হোসেন সুজন।

‘বিশ্বসুন্দরী’ সিনেমায় পরীমণি ও সিয়াম আহমেদ (ছবি: মাছরাঙা)
আরটিভিতে বাপ্পী-মাহি জুটির প্রথম সিনেমা
আরটিভিতে আজ সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি জুটির প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় শাহীন সুমনের পরিচালনায় আরো অভিনয় করেছেন রাজ্জাক, পূজা চেরি, অমিত হাসান, মিজু আহমেদ, আসিফ ইকবাল, আলীরাজ, সুব্রত বড়ুয়া, রেবেকা, গুলশান আরা আহমেদ, কাবিলা, নাসরিন, ইলিয়াস কোবরা, শিবা শানু, ববি।
শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ‘প্রেমিক নাম্বার ওয়ান’ প্রচার হবে আজ ২টা ১০ মিনিটে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রকিবুল আলম রকিবের পরিচালনায় আরো অভিনয় করেছেন নিপুণ আক্তার, ববিতা, মিশা সওদাগর, সাবরিনা সুলতানা কেয়া, আমান রেজা, কাজী হায়াৎ, সুজাতা, শাহীন আলম, শাহনূর, কাবিলা, জেসমিন, শিবা শানু, ডন ও ইলিয়াস কোবরা।
বৈশাখী টিভিতে মৌসুমীর ‘সৌভাগ্য’
চিত্রনায়িকা মৌসুমীর ‘সৌভাগ্য’ প্রচার হবে আজ দুপুর ২টা ৩০ মিনিটে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় এফ আই মানিকের পরিচালনায় আরো অভিনয় করেছেন ডিপজল, কাজী মারুফ, তমা মির্জা, আলীরাজ, কাজী হায়াৎ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, আলীরাজ, ড্যানি সিডাক, রিনা খান, তন্দ্রা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
