Connect with us

ঢালিউড

এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইনসাফ’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম (ছবি: তিতাস কথাচিত্র)

ডাক্তারের ভূমিকায় বড় পর্দায় আসছেন অভিনেতা মোশাররফ করিম। তবে এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! ‘ইনসাফ’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাকে। আজ (৪ মে) প্রকাশ্যে এসেছে তার লুক নিয়ে তৈরি একটি পোস্টার। এতে কাঁচা-পাকা চুল ও লম্বা দাড়িতে তার উপস্থিতি ভীতি জাগানো বলা যায়।

‘ইনসাফ’ পরিচালনা করছেন সঞ্জয় সমদ্দার। সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টারটি পোস্ট করে তিনি লিখেছেন, “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! ‘ইনসাফ: টেল অব লেজেন্ডস’-এ প্রতিভার শক্তিধর মোশাররফ করিমের সঙ্গে পরিচিত হোন। অপেক্ষার পালা শেষ…।”

পোস্টারে দেখা যাচ্ছে, মোশাররফ করিমের এক হাতে রক্ত লেগে থাকা কুড়াল। গায়ের জ্যাকেটে রক্তের দাগ লেগে আছে। গলায় চিকিৎসকদের স্টেথোস্কোপ। চোখে কালো চশমা। মৃত একজনের ওপর এক পা রেখে আগ্রাসী ভঙ্গিতে তাকিয়ে আছেন তিনি। ‘ইনসাফ’ সিনেমার এই পোস্টারে উল্লেখ আছে, আসন্ন ঈদুল আজহায় এটি বড় পর্দায় মুক্তি পাবে।

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার (ছবি: কারখানা প্রোডাকশন্স)

গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে মোশাররফ করিমের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল চিত্রনায়ক শরিফুল রাজের একটি পোস্টার প্রকাশ্যে এনে সঞ্জয় সমদ্দার লিখেছেন, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ!’ তিনি হ্যাশট্যাগে আভাস দিয়েছেন, গ্যাংস্টারের মৌলিক গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ইনসাফ’।

‘ইনসাফ’ সিনেমার পোস্টারে শরিফুল রাজ (ছবি: তিতাস কথাচিত্র)

শোনা যাচ্ছে, তিতাস কথাচিত্র প্রযোজিত ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। তবে এ বিষয়টি নির্মাতা কিং নায়িকার পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

‘ইনসাফ’-এর আগে দুই বাংলায় পৃথক দুটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। এরমধ্যে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। আর গত বছর বাংলাদেশে মুক্তি পেয়েছে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে ফারিণকে।

অ্যাকশন লুকে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

সঞ্জয় সমদ্দার এর আগে ওপার বাংলার সুপারস্টার জিতের অভিনয় ও প্রযোজনায় ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি এটি বাংলাদেশের সিনেমাহলে মুক্তি পেয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ