গান বাজনা
‘একটা চাদর হবে’ গানের গায়ক সুমন মারা গেছেন

জেনস সুমন (ছবি: জি-সিরিজ)
‘একটা চাদর হবে’ গানটির সুবাদে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। তিনি আর কখনো গাইবেন না। শ্রোতাপ্রিয় এই গায়ক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, শুক্রবার দুপুর থেকে বুকের ব্যথায় ভুগছিলেন জেনস সুমন। তাকে তড়িঘড়ি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের অনেকে। তিনি স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।

‘একটা চাদর হবে’ অ্যালবামের প্রচ্ছদ (ছবি: সাউন্ডটেক)
জেনস সুমনের প্রকৃত নাম গালিব আহসান মেহেদি। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর একে একে প্রকাশিত হয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে সাউন্ডটেক থেকে প্রকাশিত ‘একটা চাদর হবে’। একক ও মিক্সড অ্যালবাম মিলিয়ে প্রায় ৩০০ গান গেয়েছেন তিনি।
২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ইথুন বাবুর কথা ও সুরে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করেন জেনস সুমন। এর সুবাদে রাতারাতি আলোচিত হয়ে ওঠেন তিনি।
২০০৮ সালে প্রকাশিত ‘মন চলো রূপের নগরে’ ছিলো জেনস সুমনের সর্বশেষ অ্যালবাম। এরপর গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ২০২৪ সালের ১৮ এপ্রিল জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তাঁর গাওয়া নতুন গান ‘আসমান জমিন’। এর কথা লিখেছেন ও সুর করেছেন এসআই অ্যাঞ্জেল।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
