Connect with us

স্টার জোন

একসঙ্গে দুই মহাতারকা শাহরুখ ও মেসি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

লিওনেল মেসি ও শাহরুখ খান (ছবি: এক্স)

ফুটবলের রাজা লিওনেল মেসির সঙ্গে দেখা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আজ (১৩ ডিসেম্বর) সকালে কলকাতায় একটি পাঁচতারকা হোটেলে সাক্ষাৎ হয়েছে তাদের। হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় করেছেন দুই অঙ্গনের দুই তারকা। এরপর এই ফুটবল কিংবদন্তির সঙ্গে ছবি তুলেছেন ‘জাওয়ান’ শাহরুখ। এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই।

আজ শাহরুখের সঙ্গে কলকাতায় এসেছে তার ছোট ছেলে আব্রাম। বাবার মতোই মেসির সঙ্গে ছবি তুলেছে সে। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি যথারীতি ছায়ার মতো ছিলেন।

আব্রামের কাঁধে হাত রেখে ছবি তুলেছেন লিওনেল মেসি। (ডানে) লুইস সুয়ারেজ ও শাহরুখ খান (ছবি: এক্স)

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ উপলক্ষে গতকাল দিবাগত রাতে ওপার বাংলায় পৌঁছান এই বিশ্বকাপজয়ী। তার সঙ্গে কলকাতায় এসেছেন তার ইন্টার মায়ামির সতীর্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পল। তাদের সঙ্গে হাত মিলিয়েছেন ও ছবি তুলেছেন শাহরুখ।

মেসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে গত ১১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় আভাস দেন শাহরুখ। তিনি লিখেছিলেন, “এবার একেবারেই আমার নাইটদের (কলকাতা নাইট রাইডার্স) জন্য শহরে আসছি না। আশা করছি, এবার ভ্রমণ বড্ড ‘মেসি’ হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ১৩ ডিসেম্বর, সল্টলেক স্টেডিয়ামে।”

কলকাতায় লিওনেল মেসি (ছবি: এক্স)

কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শাহরুখ কথা রাখতে পারেননি। অতিরিক্ত ভিড়ের কারণে মেসিকে ঠিকভাবে দেখতে না পারায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারিতে ভাঙচুর চালিয়েছে। মাঠে ভাঙা চেয়ার ও বোতল ছুড়েছে। একপর্যায়ে বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়ে হাজার দুয়েক দর্শক। এমন বিশৃঙ্খল পরিস্থিতি শুরুর আগেই বিরক্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। গ্যালারিতে হাজির হওয়া দর্শকদের সর্বনিম্ন ৩৮০০ থেকে সর্বোচ্চ ১১৮০০ রুপি খরচ করে টিকিট কিনতে হয়েছে। তাই মেসিকে দেখতে না পারার হতাশা পরিণত হয়েছে ক্ষোভে।

কলকাতায় লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্য (ছবি: এক্স)

কলকাতা সফরে সল্টলেক স্টেডিয়ামের কাছে নিজের ৭০ ফুট উঁচু বিশাল ভাস্কর্য ভার্চ্যুয়ালি উন্মোচন করেন ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়া মেসি। ৪০ দিন ধরে শিল্পী মন্টি পাল এটি তৈরি করেছেন। কোনো ফুটবলারের সবচেয়ে উঁচু প্রতিকৃতি হিসেবে এই শিল্পকর্ম সরাসরি নাম লেখাচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আট বছর আগে একই স্থানে দিয়েগো ম্যারাডোনা নিজের প্রতিকৃতি উন্মোচন করেন।

কলকাতায় লিওনেল মেসি (ছবি: এক্স)

কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাবেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। তার আগমনে এসব শহর যেন ফুটবলের রঙে রঙিন হয়ে উঠেছে। মুম্বাইয়ে এই আর্জেন্টাইন তারকার সঙ্গে দেখা করবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

এ নিয়ে দ্বিতীয়বার ভারতে সফরে এলেন লিওনেল মেসি। ১৪ বছর পর আগে প্রথমবার কলকাতায় পা রেখেছিলেন তিনি। ২০১১ সালে আর্জেন্টিনা দল ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে সল্টলেক স্টেডিয়ামে। মেসির অ্যাসিস্টে নিকোলাস ওতামেন্দির গোলে আর্জেন্টিনা জিতে যায় ১-০ গোলে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ