Connect with us

সিনেমা হল

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলছে ঢাকা ও চট্টগ্রামে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র পোস্টারে তানভীর অপূর্ব ও ইমতিয়াজ বর্ষণ (ছবি: টকিজ ট্রিস)

২০২৬ সালে ঢালিউডের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেলো ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখায় প্রতিদিন এর ১৪টি শো চলছে। অভিজাত এই মাল্টিপ্লেক্সে ২২ জানুয়ারি পর্যন্ত দেখা যাবে সিনেমাটি। 

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র মাধ্যমে প্রথমবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করলেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তিনি বলেন, ‘রেস্টুরেন্টসহ বিভিন্ন জায়গায় লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। কিন্তু নিষেধ নয়, বরং রাজনৈতিক আলাপ জরুরি। আমাদের একটা বিশাল প্রজন্মের দেশের ইতিহাস সম্পর্কে খুব একটা জানাশোনা নেই। তাই সিনেমার গল্পে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি।’

স্টার সিনেপ্লেক্সে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার প্রদর্শনীর সময়সূচি

সিনেমাটিতে নূর নামের একজন প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। দেশে ফেরার পর এক ধরনের রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় তাকে। তার বিশ্বাস, তরুণসহ জনসাধারণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

টকিজ ট্রিসের ব্যানারে নির্মিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’তে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্ব। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির গল্প লিখেছেন খালিদ মাহমুদ তুর্য। তার সঙ্গে মিলে গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন মোতাশিম বিল্লাহ আদিত্য। চিত্রগ্রহণে আবু রায়হান।

এদিকে ২৪তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। উৎসবে তার প্রথম শর্টফিল্ম ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্বাচিত হয়েছে। এছাড়া তিনি ‘রুহের কাফেলা’ নামের একটি সিনেমা পরিচালনার জন্য সরকারি অনুদান পেয়েছেন। এক দৃষ্টিহীন মাদ্রাসাছাত্রের মাকে খোঁজার গল্প থাকছে এতে। শিগগিরই এর শুটিং হবে।

আহমেদ হাসান সানি ও নুসরাত মাটি (ছবি: ফেসবুক)

আহমেদ হাসান সানি মূলত একজন সংগীতশিল্পী। ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেনো এরকম’, ‘কেমনে কী’ গানগুলো গেয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন তিনি। তার স্ত্রী নুসরাত মাটি লিখেছেন ‘জয়া আর শারমিন’ সিনেমার গল্প ও চিত্রনাট্য। সেই সঙ্গে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম বিষয়ে শিক্ষকতা করছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ