Connect with us

নাটক

‘এটা আমাদেরই গল্প’র জাদু চলছেই, ২২তম পর্ব সাড়ে ৭ ঘণ্টার আগেই ৪ মিলিয়ন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে (বাঁ থেকে) কেয়া পায়েল, দীপা খন্দকার ও মনিরা মিঠু (ছবি: সিনেমাওয়ালা)

‘এটা আমাদেরই গল্প’ মানেই কোটি কোটি ভিউ! দর্শকদের হৃদয় ছুঁয়ে এমন অভাবনীয় সাফল্য পাচ্ছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় সিরিজটি। আজ (১৫ জানুয়ারি) মুক্তিপ্রাপ্ত ২২তম পর্ব একইরকম নজর কেড়েছে। প্রথম ১ ঘণ্টা ৩৯ মিনিটে এর ভিউ ১ মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছে। ৩ ঘণ্টা ১৭ মিনিটে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ মিলিয়ন। ৫ ঘণ্টা ১১ মিনিটে এই পর্ব ভিউ পেয়েছে ৩ মিলিয়ন (৩০ লাখ)। সাড়ে ৭ ঘণ্টা হওয়ার আগেই ৪ মিলিয়নে পৌঁছেছে পর্বটি। সিরিজের গল্পকার ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সোশ্যাল মিডিয়ায় এসব তথ্য জানিয়েছেন।

গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব। গতকাল (১৪ জানুয়ারি) সিরিজটির ২১তম পর্ব ২৩ ঘণ্টা ৭ মিনিটে ৭০ লাখ ভিউ পেয়েছে। এখন পর্যন্ত এর ১৩টি পর্বের ভিউ কোটি ছাড়িয়েছে। আরো সাতটি পর্বের ভিউ কোটি ছুঁই ছুঁই।

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: সিনেমাওয়ালা)

সিরিজের অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল যেখানেই যাচ্ছেন নিজেদের অভিনয় নিয়ে প্রশংসা পাচ্ছেন। অনেকে এখন চরিত্রের নামে তাদের ডাকে। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মেহরীন চরিত্রে কেয়া পায়েল ও সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু, ইসরাতসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

‘এটা আমাদেরই গল্প’র দৃশ্যে খায়রুল বাসার ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)

পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত ‘এটা আমাদেরই গল্প’ দেখার কথা সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে অনেকে জানিয়েছেন। দর্শকরা এর গল্প ও চরিত্রগুলোর মাঝে নিজেদের খুঁজে পেয়েছেন, নিজেদের পরিবারের সম্পর্ক-জটিলতার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। যেকোনও পরিবারে বিভিন্ন বিষয়ে ঘটে যাওয়া জটিলতা ও আবেগ হৃদয় ছুঁয়ে যাওয়ায় সবাই এই গল্প লুফে নিয়েছেন।

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের শুটিংয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আদিত্য মনির (ছবি: সিনেমাওয়ালা)

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ দেখে অনুপ্রাণিত হয়ে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এতে পুরোপুরি বাংলাদেশের পারিবারিক সংস্কৃতি ও বাস্তবতা দেখানো হয়েছে। সিরিজের পরিবারটির ভেতরের টানাপোড়েন, আবেগ-অভিব্যক্তি, সামাজিক আবহসহ সবই দেশীয় বলে জানিয়েছেন নির্মাতা।

একটি পরিবারের মধ্যকার টানাপোড়েনের গল্প দেখানো হচ্ছে এই সিরিজে। এর মোট ৫২টি পর্ব আসবে। আগামী এপ্রিলে ‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্ব দেখা যাবে।

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে (বাঁ থেকে) কেয়া পায়েল, মনিরা আক্তার মিঠু, ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসার (ছবি: সিনেমাওয়ালা)

‘এটা আমাদেরই গল্প’তে ব্যবহৃত গানগুলোর প্রতি শ্রোতারা ভালো লাগার কথা জানিয়েছেন। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। এটি লিখেছেন সিয়াম সরকার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ