ঢালিউড
‘এ কী দৃশ্য, এ কী সিন!’

‘দেলুপি’ সিনেমার দৃশ্য (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ ওয়েব সিরিজের নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবনধারা নিয়ে পরিচালনা করেছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দেলুপি’। নাম ঘোষণা থেকে শুরু করে টিজার, গান, পোস্টার ও মুক্তির তারিখ ঘোষণার পর অবমুক্ত হলো এর ট্রেলার। এতে রয়েছে ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, রাজনীতিসহ গ্রামবাংলার সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের কিছু মুহূর্ত।
গতকাল (৩১ অক্টোবর) প্রকাশ্যে এসেছে ‘দেলুপি’র ১ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলার। এর প্রথম দৃশ্যে দেখা যায়, নদীভাঙন কবলিত একটি পাড় ঘেঁষে হেঁটে যাচ্ছে যাত্রাদলের কয়েকজন। নেপথ্যে বলতে শোনা যায় চেনা প্রবাদ, ‘যে লঙ্কায় যায়, সে-ই রাবণ হয়।’ ট্রেলারে এমন আরো কয়েকটি সংলাপে সিনেমার মূল বিষয়গুলোর আভাস দেওয়া হয়েছে। যেমন– ‘দেশের পরিবেশ-পরিস্থিতি যা, তাতে যাত্রা হবে না কাওয়ালি হবে ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারতেছি না’, ‘এক সরকার এসে বলবে যাত্রা হবে না’, ‘আমি একটা যাত্রাশিল্পী, আমি আমার অভিনয় করবো’, ‘ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই’ ইত্যাদি। ট্রেলার শেষ হয় যাত্রাপালার প্যান্ডেল থেকে ভেসে আসা সংলাপে– ‘এ কী দৃশ্য, এ কী সিন!’
মোহাম্মদ তাওকীর ইসলাম নিজের নির্মাণে আঞ্চলিক আমেজ রাখেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সবসময় গণমানুষের কথা বলতে চেয়েছি। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা থাকে। ‘দেলুপি’তেও এর ব্যতিক্রম হয়নি।”
খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারাই এই সিনেমায় অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ অনেকে।

‘দেলুপি’ সিনেমার দৃশ্য (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
‘দেলুপি’তে পার্থ চরিত্রে অভিনয় করা চিরনজিৎ বিশ্বাস নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, “আমি এই সিনেমায় অভিনয় করতে পেরে খুব আনন্দিত। আমার মনে হয়, এই কাজের মাধ্যমে আমার অভিনয় দক্ষতা অনেকখানি পরিণত হয়েছে। সবচেয়ে বড় কথা, এই টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।পরিচালক-প্রযোজকসহ প্রত্যেকে আমাকে খুবই সহযোগিতা করেছেন। নতুন হিসেবে প্রথমবার সিনেমায় কাজ করেছি, তাদের কাছ থেকে অনেক সহায়তা পেয়েছি। ফলে অভিনয়ের জন্য আরো বেশি অনুপ্রাণিত হয়েছি। পরিশেষে আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ যে, ‘দেলুপি’ সিনেমায় অভিনয় করতে পেরেছি।”
নূপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি বলেন, ‘সিনেমাটিতে আমার অভিনয়ের অভিজ্ঞতা খুবই ভালো। আগে কখনো বড় পর্দার জন্য কাজ করিনি। এটাই আমার প্রথম সিনেমা। এর আগে যাত্রায় অভিনয় করেছি। সেখান থেকে এই জায়গায় আসা। যাত্রার অভিনয় আর সিনেমার অভিনয় আলাদা। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার। সব মিলিয়ে অনেক ভালো অনুভূতি।’
অদিতি রায় যোগ করেন, ‘নিজেকে বড় পর্দায় দেখবো., এটা একটা স্বপ্নের মতো লাগছে আমার। তবে অনেক ইচ্ছা ছিলো, কোনো একদিন সবাই আমাকে টিভি পর্দায় দেখবে। আমার সেই ইচ্ছা যে এভাবে পূরণ হবে কখনো ভাবিনি।’

মোহাম্মদ তাওকীর ইসলাম (ছবি: ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন)
এর আগে প্রকাশিত ‘দেলুপি’র টিজারে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পালানোর কথা বলা হয়েছে একটি সংলাপে। গত ২৩ অক্টোবর অবমুক্ত হয়েছে সিনেমাটির ২ মিনিট ৪৭ সেকেন্ডের গান ‘গোধুলী লগ্নে’। এতে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এর কথা এমন, ‘আজকে সন্ধ্যায় আর গোধূলি লগ্নে, নূপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে’। গানটি লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম। তাদের সঙ্গে মিলে এটি গেয়েছেন তপেশ চক্রবর্তী। তিনিই এর সংগীতায়োজন করেছেন।
‘দেলুপি’ আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে সারাদেশে দেখা যাবে এটি। সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের পেজে একটি পোস্টে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘দেলুপি’ টিমের পক্ষ থেকে দর্শকদের সিনেমাটি বড় পর্দায় দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
