Connect with us

ওটিটি

ওটিটিতে ‘প্রিয় সত্যজিৎ’ ৩৫ টাকায়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার পোস্টার (ছবি: ইমেশন ক্রিয়েটর)

ভারতের কিংবদন্তি ফিল্মমেকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘প্রিয় সত্যজিৎ’ এলো ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে। আজ (২ মে) তার ১০৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রসূন রহমান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি মুক্তির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হলো।

চরকির সাবস্ক্রাইবার হয়ে থাকলে নিয়মিত পদ্ধতিতে দেখা যাবে ‘প্রিয় সত্যজিৎ’। সাবস্ক্রিপশন না থাকলে ৩৫ টাকা দিয়ে দর্শকরা দেখতে পারবেন এটি। এজন্য মোবাইল ফোন কিংবা কম্পিউটারে চরকি অ্যাপ ইনস্টল করে ফোন নম্বর অথবা ইমেইল ঠিকানার মাধ্যমে লগ-ইন করতে হবে। এরপর ‘বাই টিকিট’ অপশনে ঢুকে নতুবা হোমপেজে থাকা ‘প্রিয় সত্যজিৎ’-এর ওপর ক্লিক করলেই চলে আসবে পেমেন্ট অপশন। এরপর পছন্দের পদ্ধতিতে টাকা জমা দিয়ে দেখা যাবে এই সিনেমা। একই পদ্ধতিতে ভারত থেকে ৩৫ রুপি ও অন্যান্য দেশ থেকে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)

চরকির হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ফয়সাল রহমান জানান, সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে নির্মিত সিনেমাটি ট্রানজেকশনাল ভিডিও অন ডিমান্ড (টিভিওডি) পদ্ধতিতে মুক্তি দেওয়া হয়েছে।

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার দৃশ্যে মৌটুসী বিশ্বাস ও আহমেদ রুবেল (ছবি: ইমেশন ক্রিয়েটর)

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার গল্প তিনটি ভিন্ন সময়ের তিন জন ফিল্মমেকারকে কেন্দ্র করে। প্রথম জন সত্যজিৎ রায় নিজে, যিনি উপস্থিত না থেকেও বিরাজমান। অন্য দুই জন পরবর্তী দুই প্রজন্মের। তাদের মধ্যে প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত আহমেদ রুবেল। নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রে আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।

প্রসূন রহমান (ছবি: ফেসবুক)

পরিচালক প্রসূন রহমান নিজস্ব অর্থায়নে পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি তৈরি করেছেন। বাংলাদেশে কিশোরগঞ্জের মসূয়া’য় সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় ও তাঁর দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি আর পুরান ঢাকার একটি বাড়িতে এর শুটিং হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ