Connect with us

ওটিটি

ওটিটি অ্যাওয়ার্ডসে পরীমণির বাজিমাত, সেরা অভিনেতা মোশাররফ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরীমণি (ছবি: ফেসবুক)

ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে সেরা জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পরীমণি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ (হইচই) এই স্বীকৃতি এনে দিয়েছে পরীকে। 

সেরা জনপ্রিয় অভিনেত্রী শাখায় পরীমণির জয় বড়সড় চমক। কারণ ‘কাছের মানুষ দূরে থুইয়া’র (চরকি) সুবাদে তাসনিয়া ফারিণকে ফেভারিট ভাবা হয়েছে। একই বিভাগে আরো মনোনয়ন পেয়েছেন মেহজাবীন চৌধুরী (আরারাত, বিঞ্জ), সাফা কবির (টিকিট, চরকি), জেফার (লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী, চরকি)। সবাইকে হটিয়ে বাজিমাত করলেন পরীমণি। তার অভিনীত হইচইয়ের ওয়েব সিরিজটি কেবল এই একটি পুরস্কারই জিতেছে।

টানা দ্বিতীয়বারের মতো সেরা জনপ্রিয় অভিনেতার পুরস্কার জিতেছেন মোশাররফ করিম। চরকির ‘আধুনিক বাংলা হোটেল’ ওয়েব সিরিজের সু্বাদে এই স্বীকৃতি গেছে তার ঘরে। ‘আধুনিক বাংলা হোটেল’ এছাড়া সেরা চিত্রনাট্যকার (কাজী আসাদ) ও সেরা আবহ সংগীত (জাহিদ নিরব) শাখায় পুরস্কৃত হয়েছে।

সেরা ওয়েব ফিল্মসহ চারটি পুরস্কার জিতেছে শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’। বাকি তিনটিই ‘মেঘবালিকা’ গানের জন্য।

এবারের আসরে তিনটি করে পুরস্কার পেয়েছে বঙ্গ’র ওয়েব ফিল্ম ‘অসময়’। এটি নির্মাণের জন্য সেরা জনপ্রিয় পরিচালকের (ওয়েব ফিল্ম) স্বীকৃতি জিতেছেন কাজল আরেফিন অমি। ‘অসময়’ ওয়েব ফিল্মের সুবাদে শরাফ আহমেদ জীবন সেরা জনপ্রিয় পার্শ্ব অভিনেতা ও রুনা খান সেরা জনপ্রিয় পার্শ্ব অভিনেত্রী হয়েছেন।

শরাফ আহমেদ জীবন ও রুনা খান (ছবি: দিয়া আহসান)

চরকির দুই ওয়েব সিরিজ ‘সিনপাট’ ও ‘কালপুরুষ’ চারটি করে পুরস্কার জিতেছে। এরমধ্যে ‘কালপুরুষ’ ওয়েব সিরিজের জন্য সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতা হয়েছেন এফএস নাঈম। বাকি তিনটিই কারিগরি শাখার (সেরা শিল্প নির্দেশনা, সেরা সম্পাদনা ও সেরা রূপসজ্জা)।

‘সিনপাট’ নির্মাণের জন্য সমালোচকদের দৃষ্টিতে সেরা পচিালক হয়েছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। তার ওয়েব সিরিজটি সমালোচক পছন্দে সেরা ফিল্ম/ড্রামা/সিরিজ ও সেরা অভিনেত্রী (জিন্নাত আরা) শাখায় পুরস্কার পেয়েছে। এরমধ্যে জিনাত আরা সেরা অভিনেত্রী হয়ে চমকে দিয়েছেন। একই শাখায় আরো মনোনয়ন পেয়েছেন মেহজাবীন চৌধুরী (ফরগেট মি নট), তাসনিয়া ফারিণ (কাছের মানুষ দূরে থুইয়া), সাবিলা নূর (গোলাম মামুন) ও সারিকা সাবরিন (মায়া)।

মোশাররফ করিমকে পুরস্কার তুলে দিয়েছেন রোজী সিদ্দিকী (ছবি: ফেসবুক)

একটি করে পুরস্কার জিতেছে হইচইয়ের ‘গোলাম মামুন’ (সেরা জনপ্রিয় ড্রামা/সিরিজ), আইস্ক্রিনের ‘চক্র’ (সেরা জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ), চরকির ‘টিকিট’ (সেরা পোশাক পরিকল্পনা) ও ফরগেট মি নট (সেরা চিত্রগ্রহণ)। সেরা ড্রামা/সিরিজ ও সেরা ওয়েব ফিল্ম পুরস্কার জয়ী দুটি কন্টেন্ট পরিচালনা করেছেন শিহাব শাহীন।

গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ২০২৪ সালে প্রকাশ্যে আসা কাজগুলোর মধ্য থেকে ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নেচেছেন সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী, পারসা ইভানা ও আলিফ। গান গেয়েছেন জেফার। সঞ্চালনা করেছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু, অভিনেতা ইরফান সাজ্জাদ, উপস্থাপক রাফসান সাবাব ও নাজিবা বাশার। লালগালিচায় তারকাদের সঙ্গে আলাপচারিতা করেছেন পার্থ শেখ ও প্রিয়ন্তি উর্বী।

(বাঁ থেকে) ইরফান সাজ্জাদ, নাজিবা বাশার, আফসান আরা বিন্দু ও রাফসান সাবাব (ছবি: ফেসবুক)

ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

জনপ্রিয় শাখা
সেরা ড্রামা/সিরিজ: গোলাম মামুন
সেরা ওয়েব ফিল্ম: কাছের মানুষ দূরে থুইয়া
সেরা অভিনেতা: মোশাররফ করিম (আধুনিক বাংলা হোটেল)
সেরা অভিনেত্রী: পরীমণি (রঙিলা কিতাব)
সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েব ফিল্ম): শরাফ আহমেদ জীবন (অসময়)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ওয়েব ফিল্ম): রুনা খান (অসময়)
সেরা পরিচালক (সিরিজ): ভিকি জাহেদ (চক্র)
সেরা পরিচালক (ফিল্ম): কাজল আরেফিন অমি (অসময়)
সেরা চিত্রনাট্যকার: কাজী আসাদ (আধুনিক বাংলা হোটেল)
সেরা চিত্রগ্রাহক: ইশতিয়াক হোসেন (ফরগেট মি নট)
সেরা সম্পাদনা: সালেহ সোবহান অনীম, সৈয়দ মেহবুব হোসেন (কালপুরুষ)
সেরা রূপসজ্জাকর: রুবামা ফাইরুজ (কালপুরুষ)
সেরা শিল্প নির্দেশক: শিহাব নুরুন নবী (কালপুরুষ)
সেরা পোশাক পরিকল্পনা: জান্নাত মৌরি (টিকিট)
সেরা শব্দ বিন্যাস: অদীপ সিং মাঙ্কি (সিনপাট)

সমালোচক পুরস্কার
সেরা ফিল্ম/ড্রামা/সিরিজ: সিনপাট
সেরা অভিনেতা: এফএস নাঈম (কালপুরুষ)
সেরা অভিনেত্রী: জিন্নাত আরা (সিনপাট)
সেরা পরিচালক: মোহাম্মদ তাওকীর ইসলাম (সিনপাট)

রুনা খানকে পুরস্কার তুলে দেন লাকী ইনাম ও মতিন রহমান (ছবি: দিয়া আহসান)

সংগীত/গান
সেরা কণ্ঠশিল্পী: সানজিদা মাহমুদ নন্দিতা ও মাহতিম সাকিব (মেঘবালিকা, ফিল্ম: কাছের মানুষ দূরে থুইয়া)
সেরা সুরকার: ইমন চৌধুরী (মেঘবালিকা, ফিল্ম: কাছের মানুষ দূরে থুইয়া)
সেরা গীতিকবি: সাদাত হোসাইন (মেঘবালিকা, ফিল্ম: কাছের মানুষ দূরে থুইয়া)
সেরা আবহ সংগীত: জাহিদ নিরব (আধুনিক বাংলা হোটেল)
সেরা সুরকার (ডিজিটাল প্ল্যাটফর্মস): অ্যাঞ্জেল নূর (যদি আবার)

ব্যক্তিগত কন্টেন্ট
সেরা কন্টেন্ট ক্রিয়েটর: শুভাশীষ ভৌমিক, নাফিস সেলিম
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (ইনফোটেইনমেন্ট/পডকাস্ট): সিনজয় (দ্য ডার্ক ইনফ্লুয়েন্স অব কন্টেন্ট ক্রিয়েটরস)
সেরা কন্টেন্ট ক্রিয়েটর (খাবার ও রেসিপি/ভ্রমণ): নাদির অন দ্য গো-বাংলা (তুরস্কের সরকার থেকে ইস্তানবুলে ফ্রি ইফতার)

বিশেষ সম্মাননা
শাকিব খান (বাংলা সিনেমায় ২৫ বছরের অবদান)
‘উৎসব’ সিনেমা (সিনেম্যাটিক শ্রেষ্ঠত্ব)

সিনেমাওয়ালা প্রচ্ছদ