ঢালিউড
‘ওমর’ সিনেমার ফার্স্টলুক পোস্টারে শরিফুল রাজ

‘ওমর’ সিনেমার ফার্স্টলুক পোস্টার (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা’– এই বার্তা নিয়ে প্রকাশিত হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে দেখা যাচ্ছে, হুডিতে মাথা ও এক চোখ ঢাকা চিত্রনায়ক শরিফুল রাজের ছবি। তার বুক বেয়ে নেমে এসেছে পিচঢালা সড়ক। এতে হেডলাইট জ্বালিয়ে এগিয়ে আসছে একটি গাড়ি।
গতকাল (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ও রাতে পোস্টারটি শেয়ার করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ। এরপর থেকে ফেসবুকে এটি ছড়িয়ে পড়তে থাকে। বিনোদন অঙ্গনের অনেকে তাদের শুভকামনা জানিয়েছেন।
আশা করা হচ্ছে, নতুন বছরে নতুন ধামাকা হতে যাচ্ছে ‘ওমর’। কোনো একটি উৎসব উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

(বাঁ থেকে) নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, ফজলুর রহমান বাবু ও শরিফুল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
গত ১ সেপ্টেম্বর থেকে টানা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘ওমর’ সিনেমার শুটিং হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শরিফুল রাজ। তার সহশিল্পীরা হলেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান ও এরফান মৃধা শিবলু। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম।

(পেছন থেকে সামনে) এরফান মৃধা শিবলু, শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
গত বছর ‘ওমর’ সিনেমার প্রচারণামূলক একটি পোস্টার প্রকাশিত হয়। এতে দেখা যায়, অন্ধকার রাতে সড়কে একটি গাড়ির হেডলাইট জ্বলছে। পুরো পোস্টার জুড়ে রহস্যের আবহ। ফার্স্টলুক পোস্টারেও আছে একটি গাড়ি। ধারণা করা হচ্ছে, গল্পে গুরুত্বপূর্ণ হিসেবে থাকছে এই বাহন।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি একটু আলাদা ঘরানার অর্থাৎ রহস্য থ্রিলার। গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট আছে।’
‘ওমর’ সিনেমার থিম সং গেয়েছেন ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায়। এর কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। ভারতের স্যাভির সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আরফিন রুমি। ছয় বছর পর সিনেমার গানে পাওয়া যাবে তাকে। গানটির শিরোনাম ‘দুই নয়নের মণি’। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।
‘ভাইরাল বেবি’ শিরোনামের একটি আইটেম গান গেয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের ঈশান মিত্র। ‘ভাইরাল বেবি’র সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতের স্যাভি। তার সঙ্গে মিলে এটি লিখেছেন জনি হক। বড় পর্দায় গানটিতে ঠোঁট মেলাবেন একজন চিত্রনায়িকা। তবে তার নাম চমক হিসেবে রেখেছেন পরিচালক রাজ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
‘ওমর’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। তার প্রথম সিনেমা ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
