Connect with us

টেলিভিশন

কক্সবাজারে শরিফুল রাজের সঙ্গে কে এই মডেল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শরিফুল রাজের সঙ্গে সৈয়দা তিথী (ছবি: কালারবার ফিল্মস)

অভিনেতা শরিফুল রাজ এখন বড় পর্দায় ব্যস্ত। দীর্ঘ সময় পর নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন তিনি। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সৈয়দা তিথী। রাজের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এরপর তাদের রসায়ন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

জানা গেছে, মেরিল গ্লিসারিনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন শরিফুল রাজ ও সৈয়দা তিথী। এতে সুখী এক দম্পতির ভূমিকায় দেখা যাবে তাদের।

শরিফুল রাজের সঙ্গে সৈয়দা তিথী (ছবি: কালারবার ফিল্মস)

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন ফাহাদ খান। কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন লোকেশনে চার দিন শুটিং হয়েছে। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম।

শরিফুল রাজের সঙ্গে সৈয়দা তিথী (ছবি: কালারবার ফিল্মস)

শরিফুল রাজের সঙ্গে মডেল হওয়া ও নতুন বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে সৈয়দা তিথী বলেন, ‘রাজ ভাইকে এ ধরনের বিজ্ঞাপনচিত্রে আগে কখনো দেখিনি। মিষ্টি একটি গল্প আছে এতে। সুরটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সব মিলিয়ে এই বিজ্ঞাপনচিত্রে কাজ করে খুব ভালো লেগেছে।’

শরিফুল রাজের সঙ্গে সৈয়দা তিথী (ছবি: কালারবার ফিল্মস)

সৈয়দা তৌহিদা হক তিথী ২০১৬ সালে ইন্দো-বাংলা বিউটি কন্টেস্টে বিজয়ী হন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ মিলিয়ে এই প্রতিযোগিতায় প্রথম হন তিনি। এরপর থেকেই মডেল হিসেবে দেশের বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিয়েছেন এই সুন্দরী। সম্প্রতি আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে বিমানবালার সাজে মডেল হয়ে আলোচনায় এসেছেন তিনি। এতে তার ফিটনেস, লুক ও সৌন্দর্যের সম্ভাবনা খুঁজে পেয়েছেন দর্শকরা।

শরিফুল রাজের সঙ্গে সৈয়দা তিথী (ছবি: কালারবার ফিল্মস)

মডেলিংয়ে পরিচিত মুখ সৈয়দা তিথী অভিনয়ও করেছেন। নাটক, ওটিটি, সিনেমাসহ সব মাধ্যমেই অভিনয় করার ইচ্ছে তার।

এদিকে শরিফুল রাজকে সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় দেখা গেছে। তার অভিনীত হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ