বলিউড
কনার গানে নেচেছিলেন, ক’দিন যেতেই সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

নোরা ফাতেহি (ছবি: ইনস্টাগ্রাম)
বাংলাদেশের গায়িকা দিলশাদ নাহার কনার ‘মেহেন্দি’ গানের তালে হালকা মেজাজে নেচেছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত দেখে ভালো লেগেছে অনেকের। এরমধ্যে দুঃসংবাদ, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নোরা ফতেহি। মুম্বাইয়ের একটি জনবহুল রাস্তায় আরেক গাড়ির ধাক্কায় নিজের গাড়ির ভেতরে মাথায় চোট পেয়েছেন তিনি।
জানা গেছে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে নোরা ফাতেহির সিটি স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট অনুযায়ী, তার মাথার চোট মস্তিষ্কে রক্তক্ষরণের মতো গুরুতর নয়। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে যান ৩৩ বছর বয়সী এই কানাডিয়ান তারকা।

নোরা ফাতেহি (ছবি: ইনস্টাগ্রাম)
গতকাল (২০ ডিসেম্বর) দুপুরের পরপরই ফরাসি সংগীত প্রযোজক-ডিজে ডেভিড গেতার সঙ্গে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করতে যাচ্ছিলেন নোরা ফাতেহি। হঠাৎ তাদের গাড়িতে ধাক্কা দেয় আরেকটি প্রাইভেটকার। সেটি বেসামাল অবস্থায় চালাচ্ছিলেন এক ব্যক্তি।
দুর্ঘটনার কারণে আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়েন নোরা ফাতেহি। সোশ্যাল মিডিয়ায় তিনি উল্লেখ করেছেন, ‘এক মদ্যপ ব্যক্তি আমার গাড়ি দুমড়েমুচড়ে দিয়েছে। দুর্ঘটনা বেশ বড়ই ছিলো। গাড়ির জানলায় আমার মাথা ঠুকে যায়।’

নোরা ফাতেহি (ছবি: ইনস্টাগ্রাম)
‘দিলবার’ খ্যাত অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি জীবিত আছি ও ঠিক আছি। ছোটখাটো চোট লেগে ফুলে গিয়েছিলো। এ কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তবে এখন আমি ঠিক আছি। সেজন্য আমি কৃতজ্ঞ। এ ঘটনার পরিণতি আরো খারাপ হতে পারতো। তাই মদ্যপান করে গাড়ি চালানো উচিত নয়।’
সবশেষে ভক্তদের আশ্বস্ত করে নোরা ফাতেহি বলেন, ‘আমি ঠিক আছি। শুধু কয়েকদিন যন্ত্রণা থাকবে। ভাগ্যক্রমে আমি জীবিত আছি। মিথ্যে বলবো না, সত্যিই খুব ভয় পেয়েছিলাম। এখনো কিছুটা আতঙ্ক রয়ে গেছে মনে।”
নোরা জানান, তিনি মদ্যপান পছন্দ করেন না। নিজে মদ ছুঁয়ে দেখেননি কোনোদিন। শুধু মদ নয়, গাঁজাসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য অপছন্দ তার।
View this post on Instagram
গত ৫ ডিসেম্বর কনা ও নিশের গাওয়া ‘মেহেন্দি’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয় কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে। ১৫ দিনে এটি দেখা হয়েছে ৫২ লাখ বার। এর নির্দেশনা দিয়েছেন চন্দন রয় চৌধুরী ও রিয়াজ আলি। গান গাওয়া পাশাপাশি মিউজিক ভিডিওতে দুই কণ্ঠশিল্পীকে নাচতে দেখা যায়। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। এর কথা লিখেছেন বাঁধন ও জামশেদ চৌধুরী।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
