Connect with us

ছবিঘর

‘কন্যা’ থেকে জলপরী নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন ফুরফুরে মেজাজে আছেন। ‘জ্বীন-৩’ সিনেমা নিয়ে দারুণ সাড়া পাওয়ার পর ঘুরতে বেড়িয়েছেন তিনি। মনোরম একটি স্থানে আরামে সময় কাটছে তার।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন ছবিগুলো পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘যেভাবে ভালো লাগে আমার প্রশংসা করো।’

ব্যস্ততাকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে কোথায় যেন হারিয়ে গেছেন নুসরাত ফারিয়া! ছবি পোস্ট করলেও জায়গার নাম উল্লেখ করেননি তিনি।

রোদ ঝলমলে দিনে জলে ভিজে তোলা নুসরাত ফারিয়ার আবেদনময় ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভক্ত-ফলোয়ারদের নজর কেড়েছে।

কালো বিকিনিতে নুসরাত ফারিয়াকে দারুণ মোহনীয় লেগেছে ভক্তদের।

ভক্তদের অনেকের মন্তব্য, নুসরাত ফারিয়াকে জলপরীর মতো লাগছে! তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন কেউ কেউ।

তৃষ্ণা মেটাতে চুমুকে চুমুকে নুসরাত ফারিয়ার প্রশান্তি।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর কেটে গেছে ১০ বছর। এর মধ্যে প্রথম তিন বছর টানা জাজ মাল্টিমিডিয়ার একক কিংবা যৌথ প্রযোজনায় কাজ করেছেন তিনি। এরপর আর প্রতিষ্ঠানটির কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গান নিয়ে দারুণ সাড়া পেয়েছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন আবদুল আজিজ। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য তারই লেখা। এর বাজেট দুই কোটি টাকার বেশি। এতে সজল নূরের সঙ্গে প্রধান চরিত্রে দেখা গেছে নুসরাত ফারিয়াকে।

‘জ্বীন-৩’ হলো ভৌতিক সিরিজ ‘জ্বীন’-এর তৃতীয় কিস্তি। সিনেমাটির জন্য দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে আনন্দিত নুসরাত ফারিয়া। ‘জ্বীন-৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। গত বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মোনা: জ্বীন ২’ তিনিই পরিচালনা করেন। ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ