Connect with us

টেলিভিশন

কবরীর ৭৫তম জন্মদিনে কালজয়ী তিন সিনেমা ও শেষ সাক্ষাৎকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কবরী, ‘মাসুদ রানা’ ও ‘বধূ বিদায়’ সিনেমার পোস্টারের কোলাজ

দেশীয় সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কবরীর ৭৫তম জন্মদিন আজ (১৯ জুলাই)। এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় আয়োজন করা হয়েছে তিন দিনের ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিদিন তার অভিনীত একটি করে সিনেমা দেখানো হবে। এছাড়া থাকছে জীবদ্দশায় অংশ নেওয়া তার দুটি আড্ডা অনুষ্ঠানের পুনঃপ্রচার।

আজ বিকেল ৩টা ০৫ মিনিটে মাসুদ পারভেজ পরিচালিত ‘মাসুদ রানা’ (১৯৭৪), ২০ জুলাই বিকেল ৩টা ০৫ মিনিটে কাজী জহির পরিচালিত ‘বধূ বিদায়’ (১৯৭৮) ও ২১ জুলাই বিকেল ৩টা ০৫ মিনিটে দেখানো হবে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ (১৯৭০)।

সারাহ বেগম কবরী (জন্ম: ১৯ জুলাই, ১৯৫০; মৃত্যু: ১৭ এপ্রিল, ২০২১)

‘অভিনেত্রীর ৫০ বছর’ অনুষ্ঠানে মৌসুমী ও কবরী (ছবি: চ্যানেল আই)

কবরীর জন্মদিন উপলক্ষে ২০ জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে আবদুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সাময়িকী’। ২১ জুলাই দুপুর ১২টা ০৫ মিনিটে চিত্রনায়িকা মৌসুমীর উপস্থাপনায় কবরীর পাঁচ দশকের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর ৫০ বছর’, পরিচালনায় আবদুর রহমান।

‘সারেং বৌ’ সিনেমার পোস্টার (ছবি: এবিএম প্রোডাকশন্স)

বড় পর্দায় কবরীর অভিষেক হয় ১৯৬৪ সালে, সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে। এরপর ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘ময়নামতি’, ‘নীল আকাশের নীচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দর্পচূর্ণ’, ‘কাঁচ কাটা হীরে’, ‘দীপ নেভে নাই’, ‘স্মৃতিটুকু থাক’, ‘রংবাজ’, ‘লালন ফকির’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘সারেং বউ’ সিনেমার সুবাদে সেরা অভিনেত্রী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কবরী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ