Connect with us

বলিউড

‘কাঁটা লাগা’ তারকা শেফালির মৃত্যু, কী রোগ ছিলো তার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)

২০০২ সালে বলিউডের হিন্দি সিনেমার গান ‘কাঁটা লাগা’র রিমিক্সের মিউজিক ভিডিওতে মডেল হয়ে ঝড় তুলেছিলেন শেফালি জরিওয়ালা। হঠাৎ তার জীবনপ্রদীপ নিভে গেলো। গতকাল (২৭ জুন) রাতে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৪২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শেফালি। তবুও তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু চিকিৎসকেরা এই তারকাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকগ্রস্ত বলিউড।

পরাগ ত্যাগীর সঙ্গে শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)

শেফালির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছে তার মরদেহ। শেফালির বাড়ি ঘুরে দেখেছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। আজ (২৮ জুন) সকাল পর্যন্ত পরিবারের কেউ মৃত্যু প্রসঙ্গে কোনো বিবৃতি দেয়নি।

বাসার নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ শেফালিকে হাসপাতালে নিয়ে যান পরাগ। এরপর পরিচিত একজনের মাধ্যম শেফালির মৃত্যুর খবর পান শত্রুঘ্ন।

শেফালি একসময় ‘মৃগী’ রোগে আক্রান্ত ছিলেন। যখন-তখন খিঁচুনি উঠতো তার। রোগের কারণে ঘন ঘন মেজাজ বদল ও উদ্বেগজনিত সমস্যায় তার স্কুলজীবন ও সামাজিক মেলামেশার ওপর প্রভাব ফেলতো। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠেন তিনি।

‘কাঁটা লাগা’র মিউজিক ভিডিওতে শেফালি জরিওয়ালা (ছবি: টি-সিরিজ)

১৯৭২ সালে প্রকাশিত ‘কাঁটা লাগা’ গানটি ২০০২ সালে রিমিক্স করেন ডিজে ডল। এর তুমুল জনপ্রিয়তার সুবাদে রাতারাতি তারকা বনে যান শেফালি জরিওয়ালা। এজন্য তাকে সম্মানী দেওয়া হয় ৭ হাজার ভারতীয় রুপি। তিনি ৩৫টি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। ২০০৪ সালে বলিউডের ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এতে স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয় করেন তিনি।

ব্যক্তিজীবনে ২০০২ সালে ভারতীয় সংগীতশিল্পী হারমিত সিংকে বিয়ে করেন তিনি। তবে সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ তোলেন তিনি। এরপর তার বিয়েবিচ্ছেদ হয়।

নাচের প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠান ‘নাচ বালিয়ে’র পঞ্চম মৌসুমে (২০১২-২০১৩) ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে অংশগ্রহণ করেন শেফালি জরিওয়ালা। ২০১৪ সালে বিয়ে করেন তারা। মোদিনগর নিবাসী পরাগ অভিনীত প্রথম সিনেমা ছিলো ‘অ্যা ওয়েডনেসডে’ (২০০৮)। ‘যোধা আকবর’ ও সম্প্রতি সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কা জ়ান’ সিনেমায় দেখা গেছে তাকে। করোনা মহামারিতে লকডাউন চলাকালীন শেফালিকে নিয়ে তাদের শরীরচর্চার ভিডিও ভাইরাল হয়।স্বামীকে নিয়ে সুখেই সংসার করছিলেন। হঠাৎ স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ পরাগ। কান্নায় ভেঙে পড়েছেন শেফালির মা সুনীতা জরিওয়ালা।

শেফালি জরিওয়ালা (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৯ সালে ‘বিগ বস ১৩’ রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন শেফালি। সেই আসরে বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেফালি সর্বশেষ একটি পোস্ট করেন। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ। ‘বিগ বস’-এর ঘরে তার ও শেফালির সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছিলো।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ