Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কানজয়ের পর মেলবোর্নে নির্বাচিত আদনান আল রাজীবের ‘আলী’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আদনান আল রাজীব, (ডানে) ‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে শর্টফিল্ম প্রতিযোগিতায় স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়ে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। এবার মেলবোর্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হলো এটি। আগামী মাসে এই উৎসবে এর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হবে।

মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর আজ (১১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় জানিয়ে আদনান আল রাজীব লিখেছেন, “কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ‘আলী’কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।”

‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)

‘আলী’র অন্যতম প্রযোজক তানভীর হোসেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী ৮ আগস্ট মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসিএমআই টু’তে দেখানো হবে শর্টফিল্মটি। এরপর ১৮ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে কিনো ওয়ানে এর আরেকটি প্রদর্শনী হবে।

১৫ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্ম ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায়। কিন্তু সে নারীকণ্ঠে গাইতে পারে!

কান ফিল্ম ফেস্টিভ্যালে আল আমিন (ছবি: রানআউট ফিল্মস)

আলী চরিত্রে অভিনয় করেছেন নোয়াখালীর ছেলে আল আমিন। তার মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। শর্টফিল্মটির নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন।

‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। শর্টফিল্মটির আরেক প্রযোজক ক্রিস্টিন ডি লিয়ন। ‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান।

কানে শর্টফিল্ম প্রতিযোগিতায় ‘আলী’র পাওয়া স্পেশাল মেনশন সম্মান সনদ হাতে পরিচালক আদনান আল রাজীব (ছবি: রানআউট ফিল্মস)

কানের অফিসিয়াল সিলেকশনে শর্টফিল্ম বিভাগে ‘আলী’র মাধ্যমে প্রথমবার জায়গা পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি পুরস্কার জিতেছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ