Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কানের প্যারালাল তিন শাখায় নির্বাচিত হলো যেসব সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৫৭তম ডিরেক্টর’স ফোর্টনাইটের অফিসিয়াল পোস্টার (ছবি: ডিরেক্টর’স ফোর্টনাইট)

কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল তিন শাখা ডিরেক্টর’স ফোর্টনাইট, ক্রিটিকস’ উইক ও এসিআইডি’র এবারের আসরে নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশিত হয়েছে। কানের অফিসিয়াল সিলেকশনের পাশাপাশি এই তিন বিভাগে নির্বাচিত নবাগত পরিচালককে ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচনায় রাখা হয়। এছাড়া অফিসিয়াল সিলেকশনের পাশাপাশি ডিরেক্টর’স ফোর্টনাইট ও ক্রিটিকস’ উইকে নির্বাচিত সিনেমাকে পুরস্কারের বেলায় বিবেচনায় রাখে ফিল্ম ক্রিটিকদের আন্তর্জাতিক ফেডারেশন ফিপরেসি।

১৯৬৯ সালের ডিরেক্টর’স ফোর্টনাইট শাখা চালু করে ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড। এর ৫৭তম আসরের উদ্বোধন হবে আগামী ১৪ মে। অনুষ্ঠানে ফরাসি সংগঠন সোসাইটি অব দ্য ফিল্ম ডিরেক্টরসের পক্ষ থেকে সম্মানসূচক ক্যারোস দ’র সম্মান পাবেন আমেরিকান পরিচালক টড হেইন্স। ডিরেক্টর’স ফোর্টনাইট চলবে ২৪ মে পর্যন্ত। সমাপনীতে পিপল’স চয়েস অ্যাওয়ার্ড, সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড), সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড), আর্ট সিনেমা অ্যাওয়ার্ড এবং ইলি প্রাইজ বিতরণ করা হবে।

৫৭তম ডিরেক্টর’স ফোর্টনাইটের নির্বাচিত তালিকা
পূর্ণদৈর্ঘ্য সিনেমা

  • এনজো (রবাঁ কম্পিলো, মরক্কো-ফ্রান্স), উদ্বোধনী সিনেমা
  • ইনডমিটেবল (টমা এনজিজল, ফ্রান্স)
  • দ্য পার্টি’স ওভার! (অঁতোনি কর্দিয়ের, ফ্রান্স)
  • ডেঞ্জারাস অ্যানিমেলস (শন বার্ন, ফ্রান্স)
  • দ্য গার্ল ইন দ্য স্নো (লুইজ এমোঁ, ফ্রান্স), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • পিক এভরিথিং (আন ইমোঁ, কানাডা)
  • লাকি লু (লয়েড লি চয়, কানাডা), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • ডেথ ডাজ নট এগজিস্ট (ফেলিক্স ডুফোর-লাপেরিয়ার, কানাডা), অ্যানিমেটেড সিনেমা
  • হার উইল বি ডান (ইউলিয়া কোভালস্কি, পোল্যান্ড)
  • মিররস নাম্বার থ্রি (ক্রিস্টিয়ান পেটজল্ড, জার্মানি)
  • গার্ল অন এজ (জিংহাও জো, চীন), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ (ইয়ুইগা দানজুকা, জাপান), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • কোকুহো (লি সাং-ইল, দক্ষিণ কোরিয়া-জাপান)
  • মিলিটানট্রোপোস (ইয়েলিজাভেতা স্মিথ, আলিনা গোরলোভা, সিমন মৎসোগভিয়ে; ইউক্রেন)
  • দ্য প্রেসিডেন্ট’স কেক (হাসান হাদি, ইরাক), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • ইয়েস (নাদাভ লাপিদ, ইসরায়েল)
  • ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • দ্য গার্লস উই ওয়ান্ট (প্রিন্সিয়া কার, স্পেন), প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা
  • সরি, বেবি (ইভা ভিক্টর, যুক্তরাষ্ট্র), প্রথম পূর্ণদৈর্ঘ্য ও সমাপনী সিনেমা

শর্টফিল্ম ও মাঝারি দৈর্ঘ্যের সিনেমা

  • +টেনকে (দালা হের্নান্দেজ লোপেজ, স্পেন)
  • বিফোর দ্য সি ফরগেটস (নপ জি লে, ভিয়েতনাম)
  • দ্য বডি (লুহাস ফন দে হিয়ার, নেদারল্যান্ডস)
  • ব্রেড উইল ওয়াক (অ্যালেক্স বয়া, কানাডা)
  • ব্লু হার্ট (স্যামুয়েল সুফ্রেন, হাইতি)
  • কারমাশ (আলিম বুখারি, পাকিস্তান)
  • লয়েন্স (দোরিয়ান ইয়েসপার্স, বেলজিয়াম)
  • ডেথ অব দ্য ফিশ (ইভা লুসবারোনিয়োঁ, ফ্রান্স)
  • নার্ভাস এনার্জি (ইভ ল্যু, চীন-অস্ট্রেলিয়া)
  • হোয়েন দ্য গিস ফ্লিউ (আর্থার গে, যুক্তরাষ্ট্র)

৬৪তম ক্রিটিকস’স উইকের অফিসিয়াল পোস্টার (ছবি: স্যুমেন দ্যু লা ক্রিতিক)

ক্রিটিকস’ উইক
কান উৎসবের সমান্তরাল বিভাগ হিসেবে ১৯৬২ সালে চালু হয় স্যুমেন দ্যু লা ক্রিতিক (ক্রিটিকস’ উইক)। এটি চালু করে ফরাসি সিনেমা সমালোচকদের সংগঠন ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকস। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফিল্মমেকারদের প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা নির্বাচিত হয়ে থাকে ক্রিটিকস’ উইকে। এর ৬৪তম আসরে ১১টি সিনেমা নির্বাচিত হয়েছে। এরমধ্যে প্রতিযোগিতা বিভাগে ৭টি ও স্পেশাল স্ক্রিনিংসে রয়েছে ৪টি। নির্বাচিত ১১টি সিনেমার মধ্যে ৯টি বিভিন্ন পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য। ফলে এগুলো ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

এবারের আসরের জন্য ১ হাজার পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ২ হাজার ৩৪০টি শর্টফিল্ম জমা পড়ে। এরমধ্যে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১০টি শর্টফিল্ম। এছাড়া স্পেশাল স্ক্রিনিংস শাখায় রয়েছে তিনটি শর্টফিল্ম।

৬৪তম ক্রিটিকস’ উইকে প্রধান বিচারকের আসনে থাকবেন স্প্যানিশ পরিচালক রদ্রিগো সরোগোয়েন। তার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, ফরাসি-কানাডিয়ান চিত্রগ্রাহক জোজে দেয়েঁ, ইন্দোনেশিয়ান প্রযোজক ইউলিয়া এভিনা ভারা ও মরোক্কান ফিল্ম সমালোচক জিহান বুগ্রিন। তাদের বিচারে দেওয়া হবে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে গ্র্যান্ড প্রাইজ, ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ, লুই রদেরের ফাউন্ডেশন কর্তৃক সেরা অভিনেতা কিংবা অভিনেত্রীর জন্য উদীয়মান তারকা পুরস্কার এবং শর্টফিল্মের জন্য লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ।

ক্রিটিকস’ উইকের অংশীদারদের পুরস্কারগুলো হলো গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (পরিবেশনা), এসএসিডি প্রাইজ, ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড।

আগামী ১৩ মে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরের পর্দা উঠবে। এর একদিন পর আগামী ১৪ মে ক্রিটিকস’ উইকের উদ্বোধন হবে। ৯ দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটবে ২২ মে।

৬৪তম ক্রিটিকস’ উইকের নির্বাচিত তালিকা
প্রতিযোগিতা বিভাগ (পূর্ণদৈর্ঘ্য সিনেমা)

  • স্লিপলেস সিটি (গিয়ের্মো গালোয়, স্পেন/ফ্রান্স), প্রথম সিনেমা
  • ইমাগো (দেনি ওমার পিতসাভ, ফ্রান্স/বেলজিয়াম), প্রথম সিনেমা
  • কিকা (আলেক্স পোকিনে, বেলজিয়াম/ফ্রান্স), প্রথম সিনেমা
  • লেফট-হ্যান্ডেড গার্ল (শি চিং সু, তাইওয়ান/ফ্রান্স/যুক্তরাষ্ট্র/যুক্তরাজ্য), প্রথম একক সিনেমা
  • নিনো (পলিন লোকেস, ফ্রান্স), প্রথম সিনেমা
  • অ্যা ইউজফুল গোস্ট (রাতচাপুম বুনবুনচাচোক, থাইল্যান্ড/ফ্রান্স/সিঙ্গাপুর/জার্মানি), প্রথম সিনেমা
  • রিডল্যান্ড (স্ফেন ব্রেসার, নেদারল্যান্ডস/বেলজিয়াম), প্রথম সিনেমা

স্পেশাল স্ক্রিনিংস (পূর্ণদৈর্ঘ্য সিনেমা)

  • অ্যাডাম’স সেক (লাওরা বান্দেল, বেলজিয়াম/ফ্রান্স), উদ্বোধনী সিনেমা
  • বেজ অঁ ভিল (মার্তা জোঁবা, ফ্রান্স)
  • লাভ লেটারস (আলিস দোয়ার, ফ্রান্স), প্রথম সিনেমা
  • ড্যান্ডেলিয়ন্স ওডিসি (মোমোকো সেতো, ফ্রান্স/বেলজিয়াম) সমাপনী সিনেমা

প্রতিযোগিতা বিভাগ (শর্টফিল্ম)

  • গড ইজ শাই (জসেলিন চার্লস, ফ্রান্স), অ্যানিমেটেড সিনেমা
  • গ্লাসেস (জাং ইয়ুমি, দক্ষিণ কোরিয়া), অ্যানিমেটেড সিনেমা
  • আলিশবেরিশ (ভাসিলে তোদিঙ্কা, রোমানিয়া)
  • ফ্রি ড্রাম কিট (কারমেন লোরোয়া, ফ্রান্স)
  • এরোজেনেসিস (সান্ড্রা পপেস্কু, জার্মানি)
  • ক্রিটিক্যাল কন্ডিশন (মিলা জুকতেঙ্কো, জার্মানি)
  • ব্লিট! (অনন্ত বালাসুব্রহ্মণ্যম, মালয়েশিয়া/ফিলিপাইন/ফ্রান্স)
  • দ্য মাইন (রান্দা মারুফি, মরক্কো/ফ্রান্স/ইতালি/কাতার)
  • সাম্বা ইনফিনিটো (লিওনার্দো মার্চিনেলি, ব্রাজিল/ফ্রান্স)
  • ওয়ান্ডারওয়াল (রয়সিন বার্নস, ফ্রান্স/যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড)

স্পেশাল স্ক্রিনিংস (শর্টফিল্ম)

  • ইরেজারহেড ইন অ্যা নিটেড শপিং ব্যাগ (লিলি কস, বুলগেরিয়া)
  • নো স্কেট! (গিল সিলা, ফ্রান্স)
  • টু দ্য উডস (আনিয়েস পাত্রোঁ, ফ্রান্স), অ্যানিমেটেড শর্টফিল্ম

‘ড্রাঙ্কেন নুডলস’ সিনেমার দৃশ্য (ছবি: আলসিনা ৪২৭)

এসিআইডি
সিনেমা পরিচালকদের আরেকটি সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফিউশন অব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা (এসিআইডি) ১৯৯২ সাল থেকে সক্রিয়। ফরাসি ও আন্তর্জাতিক নির্মাতাদের সিনেমা পরিবেশনায় সহযোগিতা করে থাকে এই সংগঠন। এসিআইডি’র এবারের আসরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। আগামী ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত কানের বিভিন্ন ভেন্যুতে এগুলোর প্রদর্শনী হবে।

‘ল্যাভেনতুরা’ সিনেমার দৃশ্য (ছবি: আরিজোনা ডিস্ট্রিবিউশন)

এসিআইডি’র নির্বাচিত তালিকা
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

  • ল্যাভেনতুরা (সোফি ল্যুতুরনার, ফ্রান্স), উদ্বোধনী সিনেমা
  • ­দ্য ব্ল্যাক স্নেক (অরেলিয়াঁ ভের্ন-লেরমিজিয়ুঁ, ফ্রান্স-কলম্বিয়া-ব্রাজিল)
  • ড্রিফটিং লরেন্ট (অন্তঁন বালেকজিয়োঁ, লিও কুতুয়াঁর, মাতেও উস্তাশোঁ; ফ্রান্স)
  • ড্রাঙ্কেন নুডলস (লুসিও কাস্ত্রো, আর্জেন্টিনা-যুক্তরাষ্ট্র)
  • এন্ত্রোনকামেন্তো (পেদ্রো কেবলাইরা, পর্তুগাল-ফ্রান্স)
  • লাইফ আফটার সিহাম (নামির আবদেল মেসেই, মিসর-ফ্রান্স), প্রামাণ্যচিত্র
  • অ্যা লাইট দ্যাট নেভার গোজ আউট (লাউরি-মাত্তি পারপেই, ফিনল্যান্ড-নরওয়ে), প্রথম সিনেমা
  • অবসকিউর নাইট – এইন্ট আই অ্যা চাইল্ড? (সিলভাঁ জর্জ, ফ্রান্স-সুইজারল্যান্ড-পর্তুগাল) প্রামাণ্যচিত্র
  • পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক (সেপিদেহ ফার্সি, ইরান-ফ্রান্স-ফিলিস্তিন) প্রামাণ্যচিত্র
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ