Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

কান উৎসবে বাংলাদেশের ‘আলী’ টিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আলী’ শর্টফিল্মের পোস্টার (ছবি: রানআউট ফিল্মস)

কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে অফিসিয়াল সিলেকশনে শর্টফিল্ম বিভাগে প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘আলী’। আগামী ২৩ মে এর প্রদর্শনী হবে। উৎসবের মূলকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটার ও বাজিন থিয়েটারে রয়েছে এই আয়োজন। 

কানে ‘আলী’র ৯ জনের একটি প্রতিনিধি দল থাকছে। তাদের মধ্যে গত ১২ মে আদনান আল রাজীব তার্কিশ এয়ারলাইন্সে, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক ইথিওপিয়ান এয়ারলাইন্সে ও প্রযোজক তানভীর হোসেন এমিরেটস এয়ারলাইন্সে গেছেন। আজ (১৫ মে) চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী তার্কিশ এয়ারলাইন্সে কান যাচ্ছেন। আগামী ১৭ মে অভিনয়শিল্পী আল আমিন, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন গেছেন।

কান উৎসবে আদনান আল রাজীবের ব্যাজ (ছবি: রানআউট ফিল্মস)

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে ‘আলী’র গল্পসংক্ষেপে উল্লেখ রয়েছে, বাংলাদেশের উপকূলীয় একটি শহরে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। সেখানকার এক কিশোর শহরে চলে যাওয়ার সুযোগ পেতে একটি গানের প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে তার আসল কণ্ঠস্বর লুকিয়ে রাখে! ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নোয়াখালীর বসুরহাটের তরুণ আল আমিন। আলীর মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা।

এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি শর্টফিল্ম। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি শর্টফিল্ম। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। এর মাধ্যমে কানের শর্টফিল্ম শাখায় প্রথমবার জায়গা করে নিলো লাল-সবুজ পতাকা।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে ‘আলী’র ট্রেলার প্রকাশিত হয়েছে। এছাড়া স্থান পেয়েছে পাঁচটি স্থিরচিত্র। এছাড়া আছে পরিচালক আদনান আল রাজীবের একটি হাস্যোজ্জ্বল ছবি।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে আদনান আল রাজীবের এই ছবিটি স্থান পেয়েছে

‘আলী’র চিত্রনাট্য লিখেছেন ফিলিপাইনের নির্মাতা আরভিন বেলারমিনো ও কাইলা রোমেরো। ছবিটির আরেক প্রযোজক ক্রিস্টিন ডি লিয়ন। সহ-প্রযোজক আলবার্ট মাইকেল এম. ইডিয়োমা ও গৌরি চেড়া। ‘আলী’র পোস্টার ডিজাইন করেছেন নাজমুল সাকিব রুমি। রূপসজ্জাকর: তারেক আহমেদ ও স্বর্ণা ভৌমিক। কাস্টিং পরিচালক কামরুন নাহার কলি, শব্দসজ্জা: বিয়েন স্পার্কস, রঙ বিন্যাস: মিখাইল ফন আসমুত, ভিএফএক্স: গেটাফিক্সি, লোকেশন শব্দগ্রাহক: নাহিদ মাসুদ, সম্পাদনা: তাইফুল স্বাধীন।

২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ‘আলী’র মাধ্যমে শর্টফিল্ম বিভাগে খাতা খুললো বাংলাদেশ।

কান উৎসবে ‘আলী’র নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক (ছবি: রানআউট ফিল্মস)

‘আলী’র মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও ফিলিপাইনের আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান। ২০২৪ সালে কান উৎসবের প্যারালাল শাখা ক্রিটিকস’ উইকে নির্বাচিত আরভিন বেলারমিনো পরিচালিত শর্টফিল্ম ‘র‌্যাডিক্যালস’-এর সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। এবারের আসরে শর্টফিল্ম শাখায় নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরোর ‘আগাপিতো’তে সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেদিক দিয়ে একই আসরে তার দুটি কাজ রয়েছে প্রতিযোগিতায়। বাংলাদেশের আর কোনো নির্মাতার এমন অর্জন নেই! ‘আগাপিতো’র আরেক বাংলাদেশি সহ-প্রযোজক তানভীর হোসেন।

কানে এবারের আসরে শর্টফিল্ম ও লা সিনেফ শাখায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক প্যানেলে আছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।

কান উৎসবে মূল প্রতিযোগিতার পাশাপাশি শর্টফিল্ম প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম দেওয়া হয়। আগামী ২৪ মে সমাপনী অনুষ্ঠানে শর্টফিল্ম শাখার স্বর্ণপাম বিজয়ী ছবির ঘোষণা করবেন মারেন আদে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ