ফিল্ম ফেস্টিভ্যাল
কান উৎসবে স্পেশাল মেনশন সম্মান পেলো বাংলাদেশের ‘আলী’

আদনান আল রাজীব ও তৌফিক বারহোম (ছবি: কান উৎসব)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে স্পেশাল মেনশন পেলো বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’। আজ (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। শর্টফিল্ম ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা ‘আলী’র পরিচালক আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে।
কানের ইতিহাসে শর্টফিল্ম বিভাগে বাংলাদেশের প্রথম ছবি ‘আলী’। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)
শর্টফিল্ম বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। শর্টফিল্ম ও লা সিনেফ শাখায় মারেন আদের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।
গতকাল (২৩ মে) উৎসবের মূলকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটারে স্থানীয় সকাল ১১টায় ও বাজিন থিয়েটারে দুপুর ১টায় এবারের আসরে নির্বাচিত শর্টফিল্মগুলোর প্রদর্শনী হয়েছে। ‘আলী’র প্রদর্শনীতে আদনান আল রাজীবের সঙ্গে ছিলেন নাম ভূমিকায় অভিনয় করা নোয়াখালীর ছেলে আল আমিন, প্রযোজক তানভীর হোসেন, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন।
এবারের আসরে জমা পড়ে ৪ হাজার ৭৮১টি শর্টফিল্ম। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি শর্টফিল্ম। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
