
ফিল্ম ফেস্টিভ্যাল
বুলগেরিয়ার উৎসবে কেএম সোহাগ রানার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’
বুলগেরিয়ার গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে নির্বাচিত হলো বাংলাদেশের শর্টফিল্ম ‘অ্যানাদার ওয়ার্ল্ড’। এটি পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তাকে …
পড়া চালিয়ে যানফিল্ম ফেস্টিভ্যাল
বুলগেরিয়ার উৎসবে কেএম সোহাগ রানার ‘অ্যানাদার ওয়ার্ল্ড’

Published
5 days agoon
April 26, 2025
‘অ্যানাদার ওয়ার্ল্ড’ শর্টফিল্মের পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)
বুলগেরিয়ার গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে নির্বাচিত হলো বাংলাদেশের শর্টফিল্ম ‘অ্যানাদার ওয়ার্ল্ড’। এটি পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তাকে উৎসবে অংশ নিতে অফিসিয়ালি আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
গত ১৯ এপ্রিল কেএম সোহাগ রানাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালের আর্টিস্টিক পরিচালক ইফেমিয়া ফার্দ। তিনি এতে উল্লেখ করেছেন, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

কেএম সোহাগ রানা (ছবি: সিনেমাওয়ালা)
আগামী ৭ জুন সোফিয়া বলকান প্যালেস হোটেলের রয়েল হোটেলে পুরস্কার বিতরণ করা হবে। উৎসবের সম্মানসূচক পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে থাকবেন বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা লোতোভা।
‘অ্যানাদার ওয়ার্ল্ড’-এর গল্প দুই অনাথ ভাই আলাদিন ও আলামিনকে ঘিরে আবর্তিত। এ দুটি চরিত্রে অভিনয় করেছে বাস্তবের দুই টোকাই। তারা ঢাকার উত্তরায় থাকে। এছাড়া অভিনয় করেছেন জিএম মাসুদ ও মারজিয়া।

কেএম সোহাগ রানা (ছবি: সিনেমাওয়ালা)
বুলগেরিয়ার উৎসবে নিজের শর্টফিল্ম নির্বাচিত হওয়ায় আনন্দিত কেএম সোহাগ রানা। তিনি বলেন, ‘যেকোনো বৈশ্বিক মঞ্চে জায়গা পাওয়া অন্যরকম ভালো লাগার ব্যাপার। আমার অনুভূতিও এমনই। আন্তর্জাতিক অঙ্গনে এটাই আমার প্রথম কোনো স্বীকৃতি। এজন্য কৃতজ্ঞতা জানাই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। তিনি আমার শিক্ষক। তার কাছেই নির্মাণ শেখা।’
কেএম সোহাগ রানা যোগ করেন, ‘শর্টফিল্মটির মাধ্যমে আমি একটি বার্তা দিতে চেয়েছি। শিশুদের দৃষ্টিকোণ থেকে সাধারণ কিছু প্রশ্ন রেখেছি, সেটি হতে পারে সমাজ কিংবা রাষ্ট্রের প্রতি।’
শর্টফিল্মটির চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সম্পাদনা ও রং বিন্যাসে মাহফুজ লিয়ন। প্রযোজনায় পারভেজ মিয়া।

ফিল্ম ফেস্টিভ্যাল
কানে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লো আদনান আল রাজীবের ‘আলী’
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে নির্বাচিত হলো বাংলাদেশের পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। শর্টফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে এটি। আজ (২৫ …
পড়া চালিয়ে যানফিল্ম ফেস্টিভ্যাল
কানে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লো আদনান আল রাজীবের ‘আলী’

Published
6 days agoon
April 25, 2025
‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরে নির্বাচিত হলো বাংলাদেশের পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। শর্টফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে এটি। আজ (২৫ এপ্রিল) নির্বাচিত শর্টফিল্মের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব।
এবারই প্রথম কানের শর্টফিল্ম শাখায় বাংলাদেশের কোনো পরিচালকের কাজ নির্বাচিত হলো। এর আগে ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
আজ সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানিয়ে আদনান আল রাজীব লিখেছেন, “কিছু যাত্রা স্ক্রিপ্ট দিয়ে শুরু হয় না। বরং একটি নীরব বিশ্বাস থেকে শুরু হয় যে, যেসব গল্প নিয়ে আমরা বেড়ে উঠেছি সেগুলো বিশ্বের বড় বড় মঞ্চে জায়গা করে নিতে পারে। ‘আলী’ ছিল সেই বিশ্বাস। আমার পরিচালিত ‘আলী’ কান উৎসবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এটা অবাস্তব মনে হচ্ছে! খবরটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে! কিন্তু এটাই বাস্তব। বন্ধুত্ব, পাগলামি ও অবিচল বিশ্বাস কী তৈরি করতে পারে এটি তার প্রমাণ।”

কানে আদনান আল রাজীব (ছবি: রানআউট ফিল্মস)
২০২৪ সালে কান উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকে নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘র্যাডিক্যালস’-এ সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেই প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি যোগ করেছেন, ‘আমি একজন প্রযোজক হিসেবে কানে দাঁড়িয়েছিলাম। এবার আমি একজন পরিচালক হিসেবে ফিরছি। এবার আমরা অফিসিয়াল প্রতিযোগিতায় পা রেখেছি! তবে সিনেমা কখনোই একক যাত্রা নয়। কেউ এই পথে একা হাঁটে না। এটি সুন্দর কোলাহল আর একসঙ্গে স্পন্দিত হওয়া কিছু হৃদয়ের ঐকতান।’
‘আলী’র গল্প প্রসঙ্গে সামান্য ধারণা দিয়ে আদনান আল রাজীব বলেন, ‘ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটি অনিবার্য সত্যকে আবিষ্কারের চেষ্টা করেছি। সহজ-সরল ও সুন্দর ঢঙে কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’
আদনান আল রাজীব জানালেন, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’র দৃশ্যধারণ হয়েছে। এর লাইন প্রোডাকশন তত্ত্বাবধান করেছে রানআউট ফিল্মস। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। শর্টফিল্মটির নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক।
এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি শর্টফিল্ম। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৯টি ফিকশন ও ২টি অ্যানিমেটেড শর্টফিল্ম। উৎসবে নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরোর ‘আগাপিতো’তে সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেদিক দিয়ে একই আসরে তার দুটি কাজ থাকছে প্রতিযোগিতায়। বাংলাদেশের আর কোনো নির্মাতার এমন অর্জন নেই! ‘আগাপিতো’র আরেক বাংলাদেশি সহ-প্রযোজক তানভীর হোসেন।
‘আলী’ ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্যাটালগ’। এটি মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণ প্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপন করা তাদের উদ্দেশ্য। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ‘আলী’ ও ফিলিপাইন থেকে ‘আগাপিতো’ তৈরি হয়েছে। দুটিই জায়গা করে নিয়েছে কানের প্রতিযোগিতায়। একই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত দুটি ছবির এমন অর্জন বিরল।
কানে এবারের আসরে শর্টফিল্ম ও লা সিনেফ শাখায় প্রধান বিচারক থাকছেন জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করবেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ।
কান উৎসবে মূল প্রতিযোগিতার পাশাপাশি শর্টফিল্ম প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম দেওয়া হয়। আগামী ২৪ মে সমাপনী অনুষ্ঠানে শর্টফিল্ম শাখার স্বর্ণপাম দেওয়া হবে।
৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত শর্টফিল্ম
- আর্গুমেন্টস ইন ফেভার অব লাভ (৯ মিনিট, গ্যাব্রিয়েল অ্যাব্রান্টেস, যুক্তরাষ্ট্র)
- আলী (১৫ মিনিট, আদনান আল রাজীব, বাংলাদেশ)
- আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (১৩ মিনিট, তৌফিক বারহোম, ইসরায়েল)
- আগাপিতো (১৫ মিনিট, আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরো, ফিলিপাইন)
- ফিল দো ল্যু (১৫ মিনিট, সন্ড্রা দেমাজিয়ের, ফ্রান্স)
- হাইপারসেনসিটিভ (৯ মিনিট, মার্টিন ফ্রসাঁ, ফ্রান্স)
- ড্যামেন (১৫ মিনিট, গ্রেগোয়ার গ্রাসলাঁ, ফ্রান্স)
- দ্য স্পেকট্যাকল, ১৫ মিনিট, বালিন্ট কেনিয়েরেশ, হাঙ্গেরি)
- লিলি (১৪ মিনিট, জাওগুয়াং লো ও শুহান লিয়ো, চীন)
- দ্য লোনলিনেস অব লিজার্ডস (১৫ মিনিট, ইনেস নুনিস, পর্তুগাল)
- ভালচার্স (১৫ মিনিট, ডিয়ান ভাইস, দক্ষিণ আফ্রিকা)
এদিকে শিক্ষার্থী নির্মাতাদের জন্য বরাদ্দ লা সিনেফ শাখার ২৮তম আসরে জমা পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ২ হাজার ৭০০টি শর্টফিল্ম। এর মধ্য থেকে নির্বাচিত হয়েছে ১৬টি। এগুলোর মধ্যে অ্যানিমেটেড হলো ৩টি। পর্তুগালের স্কুল অব আর্টস, ডেনমার্কের সুপার সিক্সটিন ও এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস প্রথমবার লা সিনেফে জায়গা পেয়েছে।
২৮তম লা সিনেফে নির্বাচিত ফিল্ম
- দ্য বার্ড ফ্রম উইদিন (৫ মিনিট)
পরিচালক: লাউরা অ্যানাওরি (স্কুল অব আর্টস, পর্তুগাল) - দ্য সোরসেরেস একো (২৪ মিনিট)
পরিচালক: মার্ক কামারদন্স (ইএসসিএসি হাইয়ার স্কুল অব সিনেমা অ্যান্ড অডিওভিজ্যুয়ালস অব কাতালোনিয়া, স্পেন) - থ্রি (২৪ মিনিট)
পরিচালক: হুয়ান ইগনাসিয়ো সেবায়োস (ইউনিভার্সিটি অব সিনেমা ফাউন্ডেশন, আর্জেন্টিনা) - দ্য লাইটনিং রড (২১ মিনিট)
পরিচালক: হেলমি দন্নের (আলতো ইউনিভার্সিটি, ফিনল্যান্ড) - বিমো (২৩ মিনিট)
পরিচালক: উমনিয়া আনাদেঁ (সিনেফ্যাব্রিক, ফ্রান্স) - টক মি (১৯ মিনিট)
পরিচালক: জোকার হানা (নিউইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র) - ফার্স্ট সামার (৩০ মিনিট)
পরিচালক: হেয়ো গায়ং (কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস, দক্ষিণ কোরিয়া) - মেবি ইন মার্চ (২৪ মিনিট)
পরিচালক: মিকেল বিয়ান কেলহার্ট (সুপার সিক্সটিন, ডেনমার্ক) - উইন্টার ইন মার্চ (১৬ মিনিট)
পরিচালক: নাটালি মিরাসইয়ান (এস্টোনিয়ান অ্যাকোমি অব আর্টস, এস্টোনিয়া) - মাই গ্র্যান্ডমাদার ইজ অ্যা স্কাইডাইভার (১৩ মিনিট)
পরিচালক: পলিন পিদ্দুনা (ফিল্ম ইউনিভার্সিটি বাবেলবার্গ কনরাড উলফ, জার্মানি) - টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি (১৬ মিনিট)
পরিচালক: কু জিজং (বেইজিং ফিল্ম অ্যাকাডেমি, চীন) - এথার (১৫ মিনিট)
পরিচালক: ভিডা স্কার্ক (ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল-এনএফটিএস, যুক্তরাজ্য) - মিল্ক অ্যান্ড কুকিজ (২১ মিনিট)
পরিচালক: আন্দ্রেই তাকে-কোদ্রানু (ন্যাশনাল ইউনিভার্সিটি অব থিয়েটার অ্যান্ড ফিল্ম, রোমানিয়া - সেপারেটেড (৪৮ মিনিট)
পরিচালক: মিকি তানাকা (এনবু সেমিনার, জাপান) - অ্যা ডল মেড আপ অব ক্লে (২৪ মিনিট)
পরিচালক: কোকোব জিব্রেহাওয়েরিয়া তেসফে (সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ভারত) - দ্য ল্যান্ড অব স্লাম্বার (২৬ মিনিট)
পরিচালক: জুল ভিসিগোঁ-ওয়াল (লা ফেমি, ফ্রান্স)
আগামী ২২ মে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে লা সিনেফ শাখার পুরস্কার বিতরণ করবেন বিচারকরা। এরপর দেখানো হবে পুরস্কৃত ছবিগুলো।

ফিল্ম ফেস্টিভ্যাল
কান উৎসবের অফিসিয়াল জোড়া পোস্টার
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনলেন আয়োজকরা। তবে একটি নয়, দুটি! কানের ইতিহাসে এবারই প্রথম কোনো আসরকে …
পড়া চালিয়ে যান
৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার (ছবি: কান উৎসব)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে আনলেন আয়োজকরা। তবে একটি নয়, দুটি! কানের ইতিহাসে এবারই প্রথম কোনো আসরকে কেন্দ্র করে জোড়া পোস্টার তৈরি হলো। এতে স্থান পেয়েছে দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ অভিনীত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) সিনেমার একটি দৃশ্য। এর মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানালো কান উৎসব কর্তৃপক্ষ।
লে ফিল্মস থার্টিন প্রযোজিত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’-এর স্মরণীয় দৃশ্যটি নিয়ে কানের অফিসিয়াল জোড়া পোস্টারের গ্রাফিক ডিজাইন করেছে প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা। পোস্টার দুটিতে দেখা যাচ্ছে, একজন পুরুষ ও একজন নারী মেঘাচ্ছন্ন আকাশের নিচে নির্জন সৈকতে একে অপরকে আলিঙ্গন করছেন। ফরাসি পরিচালক ক্লদ লোলুশ ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ পরিচালনা করেন। ১৯৬৬ সালে এটি কান উৎসবে গ্রাঁ প্রিঁ (স্বর্ণপাম) জিতেছে। ১৯৬৭ সালে সেরা গল্প ও চিত্রনাট্য বিভাগে ক্লদ লোলুশ এবং সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগে ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ অস্কার জিতেছে।
কান উৎসবে জ্যঁ-লুই ত্রাতিনোঁ ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা আর আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।

৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার (ছবি: কান উৎসব)
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব। কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই আয়োজনের পর্দা উঠবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফরাসি অভিনেতা লহোঁ লাফিত। উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের এমেলি বোনাঁ পরিচালিত ‘বাই বাই’।
দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরে ১২ দিনের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা শাখার সেরা সিনেমাকে দেওয়া হবে স্বর্ণপাম। বিচারকদের প্রধান থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।