ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে কী হলো
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের উদ্বোধন হলো। দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মঙ্গলবার (১৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় এই আয়োজন। এছাড়া ছিলো লালগালিচার চাকচিক্য। ছবিতে দেখে নিন কেমন ছিলো অনুষ্ঠানটি।


উদ্বোধনী মঞ্চে মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক, সঞ্চালক ও অতিথি। (বাঁ থেকে) জাসমিন ত্রিঙ্কা, দীপিকা পাড়ুকোন, ইওয়াকিম ত্রিয়ের, লাজ লি, ভার্জিনি এফিরা, জুলিয়ান মুর, ভাসোঁ লাদোঁ, রেবেকা হল, জেফ নিকোলস, নুমি রাপাস ও আসগর ফারহাদি (ছবি: কান উৎসব)

অনুষ্ঠানে স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থন পেতে আবেদন জানিয়েছেন। মঞ্চে বড় পর্দায় ভিডিওতে তিনি হাজির হলে সবাই দাঁড়িয়ে সম্মান জানান (ছবি: কান উৎসব)

আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন আমেরিকান অভিনেতা-প্রযোজক ফরেস্ট হুইটেকার। তাকে এই স্বীকৃতি তুলে দেন কান চলচ্চিত্র উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর (ছবি: কান উৎসব)

মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক। (বাঁ থেকে) ইওয়াকিম ত্রিয়ের, রেবেকা হল, ভাসোঁ লাদোঁ, জেফ নিকোলস, জাসমিন ত্রিঙ্কা, নুমি রাপাস, দীপিকা পাড়ুকোন, আসগর ফারহাদি ও লাজ লি (ছবি: কান উৎসব)

২ হাজার ৩০০ আসনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে মিস্ট্রেস অব সিরিমনি (সঞ্চালক) বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা অনুষ্ঠানে গানও গেয়েছেন। পিয়ানোতে সুর তুলেছেন ফরাসি সংগীতশিল্পী ভাসোঁ দ্যুলেম (ছবি: কান উৎসব)

সবশেষে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে তিনি ফরাসি ভাষায় ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। তখন মঞ্চে ছিলেন মিস্ট্রেস অব সিরিমনি (সঞ্চালক) বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা (ছবি: কান উৎসব)

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ছিলো লালগালিচার জৌলুস। (বাঁ থেকে) ফরাসি পরিচালক লাজ লি, ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ইরানি পরিচালক আসগর ফারহাদি, যুক্তরাজ্যের অভিনেত্রী রেবেকা হল, ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ, সুইডেনের অভিনেত্রী নুমি রাপাস, নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের, ইতালির অভিনেত্রী জাজমিন ত্রিঙ্কা এবং যুক্তরাষ্ট্রের পরিচালক জেফ নিকোলস (ছবি: কান উৎসব)

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে লালগালিচায় মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা (ছবি: কান উৎসব)

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ‘ফাইনাল কাট’-এর তারকারা। (বাঁ থেকে) ফরাসি-ব্রিটিশ অভিনেতা ফিনেগান ওল্ডফিল্ড, ফরাসি-আর্জেন্টাইন অভিনেত্রী বেরেনিস বেজো, ফরাসি পরিচালক ও প্রযোজক মিশেল আজানাভিসুস এবং ফরাসি অভিনেতা রোমা দ্যুরিস এবং ইতালিয়ান অভিনেত্রী মাটিল্ডা আনা ইনগ্রিড লুৎজ (ছবি: কান উৎসব)

লালগালিচায় হাস্যোজ্জ্বল ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা ‘ফাইনাল কাট’ তারকা ফরাসি-আর্জেন্টাইন অভিনেত্রী বেরেনিস বেজো (ছবি: কান উৎসব)

লালগালিচায় আলো ছড়িয়েছেন আমেরিকান অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া (ছবি: কান উৎসব)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
