ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৫: ক্রিটিকস’ উইকে সেরা থাইল্যান্ডের সিনেমা

‘অ্যা ইউজফুল গোস্ট’ সিনেমার দৃশ্য (ছবি: জেএইচআর ফিল্মস)
কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল শাখা ক্রিটিকস’ উইকে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার গ্র্যান্ড প্রাইজ জিতলো ‘অ্যা ইউজফুল গোস্ট’। এটি থাইল্যান্ডের রাতচাপুম বুনবুনচাচোক পরিচালিত প্রথম সিনেমা। গতকাল (২১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কানের ইস্পেস মিরামার থিয়েটারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‘অ্যা ইউজফুল গোস্ট’-এর গল্পে দেখা যায়, বায়ুদূষণে ন্যাটের মর্মান্তিক মৃত্যুর পর শোকে স্তব্ধ হয়ে যায় মার্চ। একদিন সে আবিষ্কার করে তার স্ত্রীর আত্মা একটি ভ্যাকুয়াম ক্লিনারে পুনর্জন্ম পেয়েছে! তখন থেকে তার দৈনন্দিন জীবন বদলে যায়। অযৌক্তিক মনে হলেও তাদের বন্ধন পুনরুজ্জীবিত হয়। কিন্তু অন্যদের কাছে এই বিষয়টি পছন্দের নয়। একজন কারখানার শ্রমিকের দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে তাড়িত তার পরিবার এই অতিপ্রাকৃত সম্পর্ককে প্রত্যাখ্যান করে। নিজের ভালোবাসার জানান দিতে ন্যাট নিজেকে উপকারী ভূত হিসেবে প্রমাণের জন্য কারখানাটি পরিষ্কার করে দেওয়ার প্রস্তাব রাখে।

‘অ্যা ইউজফুল গোস্ট’ সিনেমায় দাভিকা হর্না, (ইনসেটে) রাতচাপুম বুনবুনচাচোক (ছবি: জেএইচআর ফিল্মস)
৬৪তম ক্রিটিকস’ উইকে ১ হাজার পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ২ হাজার ৩৪০টি শর্টফিল্ম জমা পড়ে। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় ১১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ১০টি শর্টফিল্ম। এরমধ্যে ৯টি সিনেমা বিভিন্ন পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। ফলে এগুলো ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছে। থাইল্যান্ডের রাতচাপুম বুনবুনচাচোক এই পুরস্কার জিতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
৬৪তম ক্রিটিকস’ উইকে প্রধান বিচারক ছিলেন স্প্যানিশ পরিচালক রদ্রিগো সরোগোয়েন। তার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, ফরাসি-কানাডিয়ান চিত্রগ্রাহক জোজে দেয়েঁ, ইন্দোনেশিয়ান প্রযোজক ইউলিয়া এভিনা ভারা ও মরোক্কান ফিল্ম সমালোচক জিহান বুগ্রিন। তাদের বিচারে দেওয়া হয়েছে গ্র্যান্ড প্রাইজ, ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ, সেরা উদীয়মান অভিনয়শিল্পী পুরস্কার ও লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ। ক্রিটিকস’ উইকের অংশীদারদের পুরস্কারগুলো হলো গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (পরিবেশনা), এসএসিডি প্রাইজ, ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড।

‘নিনো’ সিনেমার দৃশ্যে কানাডিয়ান অভিনেতা তিয়োদর পেলেরাঁ (ছবি: ব্লু মানডে প্রোডাকশন্স)
গত ১৪ মে এবারের ক্রিটিকস’ উইকের উদ্বোধন হয়। ৯ দিনের এই আয়োজনের সমাপ্তি ঘটছে আজ (২২ মে)।
১৯৬২ সালে ফরাসি সিনেমা সমালোচকদের সংগঠন ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকস চালু করে স্যুমেন দ্যু লা ক্রিতিক (ক্রিটিকস’ উইক)। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফিল্মমেকারদের প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা নির্বাচিত হয়ে থাকে এতে।

দেনি ওমার পিতসাভ ও রান্দা মারুফি (ছবি: স্যুমেন দ্যু লা ক্রিতিক)
৬৪তম ক্রিটিকস’ উইকের বিজয়ী তালিকা
গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা): অ্যা ইউজফুল গোস্ট (রাতচাপুম বুনবুনচাচোক, থাইল্যান্ড), প্রথম সিনেমা
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ইমাগো (দেনি ওমার পিতসাভ, ফ্রান্স), প্রথম সিনেমা
সেরা উদীয়মান অভিনয়শিল্পী (লুই রদেরের ফাউন্ডেশন): তিয়োদর পেলেরাঁ (সিনেমা: নিনো, ফ্রান্স)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা শর্টফিল্ম): দ্য মাইন (রান্দা মারুফি, মরক্কো)
মুক্ত পুরস্কার
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): লেফট-হ্যান্ডেড গার্ল (শি চিং সু, তাইওয়ান), প্রথম একক সিনেমা
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): গিয়ের্মো গালোয় ও ভিক্তর আলোনসো-বেরবেল (সিনেমা: স্লিপলেস সিটি, স্পেন)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা শর্টফিল্ম): এরোজেনেসিস (সান্ড্রা পপেস্কু, জার্মানি)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
