ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৫: স্বর্ণপামের জন্য লড়বে যেসব সিনেমা

(বাঁ থেকে ঘড়ির কাঁটার মতো) ‘এডিংটন’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘ইট ওয়াজ অ্যান সিম্পল অ্যাক্সিডেন্ট’ ও ‘ফুয়োরি’ সিনেমার দৃশ্য
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৮তম আসরের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ৬৮টি সিনেমা। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে ২১টি সিনেমা। এছাড়া আঁ সাঁর্তে রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি, মিডনাইট স্ক্রিনিংসে ৫টি, কান প্রিমিয়ারে ৯টি ও স্পেশাল স্ক্রিনিংস শাখায় ৭টি সিনেমা রাখা হয়েছে। এছাড়া প্রয়াত ফরাসি অভিনেতা-পরিচালক পিয়েয়ার রিচার্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেখানো হবে তারই পরিচালিত ‘দ্য ম্যান হু সো দ্য বিয়ার হু সো দ্য ম্যান’।
গতকাল (১০ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ। তার পাশে ছিলেন উৎসবটির সভাপতি ইরিস নোব্লোক। কানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয়েছে সংবাদ সম্মেলন। অফিসিয়াল সিলেকশনে ১১টি শর্টফিল্ম যুক্ত হবে বলে জানিয়ে রেখেছে আয়োজকরা।

কান ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি ইরিস নোব্লোক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব। কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই আয়োজনের পর্দা উঠবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফরাসি অভিনেতা লহোঁ লাফিত। উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের এমেলি বোনাঁ পরিচালিত ‘বাই বাই’। দক্ষিণ ফরাসি উপকূলীয় শহরে ১২ দিনের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা শাখার সেরা সিনেমাকে দেওয়া হবে স্বর্ণপাম। বিচারকদের প্রধান থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।

‘দ্য ফিনিশিয়ান স্কিম’ সিনেমার দৃশ্য (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)
মূল প্রতিযোগিতা
- আলফা (জুলিয়া দুকুরনো, ফ্রান্স)
- দ্য ইয়াংগেস্ট ডটার (আফসিয়া আর্জি, ফ্রান্স)
- কেস ১৩৭ (দমিনিক মল, ফ্রান্স)
- দ্য মাস্টারমাইন্ড (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র)
- নিউ ওয়েভ (রিচার্ড লিঙ্কলেটার, যুক্তরাষ্ট্র)
- দ্য ফিনিশিয়ান স্কিম (ওয়েস অ্যান্ডারসন, যুক্তরাষ্ট্র)
- এডিংটন (আরি অ্যাস্টার, যুক্তরাষ্ট্র)
- রোমেরিয়া (কার্লা সিমন, স্পেন)
- সিরাট (অলিভার লুক্সে, স্পেন)
- ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
- রেনোয়াঁ (চিয়ে হায়াকাওয়া, জাপান)
- সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
- সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
- দ্য ঈগলস অব দ্য রিপাবলিক (তারিক সালেহ, সুইডেন)
- ফুয়োরি (মারিও মার্তোনে, ইতালি)
- দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
- দ্য হিস্ট্রি অব সাউন্ড (অলিভার হারমানাস, দক্ষিণ আফ্রিকা)
- দ্য ইয়াং মাদার’স হোম (জ্যঁ-পিয়ের ও লুক দারদেন, বেলজিয়াম)
- টু প্রসিকিউটরস (সের্গেই লজনিৎজা, ইউক্রেন)
- ডাই মাই লাভ (লিন রামজে, যুক্তরাজ্য)
- ওম্যান অ্যান্ড চাইল্ড (সাঈদ রোস্তাই, ইরান)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস