Connect with us

স্টার জোন

কারিনার দুই ছেলের হিরো মেসি!

মনে রাখার মতো একটি রবিবার কাটলো বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খানের। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির দেখা পেলেন তারা। 

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ উপলক্ষে কলকাতা ও হায়দরাবাদের পর গতকাল (১৪ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে হাজির হন ফুটবলের রাজা লিওনেল মেসি। এদিন তার সঙ্গে দেখা করে ছবি তুলেছেন কারিনা কাপুর খান আর তার দুই ছেলে তৈমুর ও জেহ।

বিশ্বকাপজয়ী দলকে সম্মান জানাতে সাইফ আলি খানের দুই সন্তান আর্জেন্টিনার জার্সি পরে মেসির সামনে এসেছে। তৈমুরের জার্সির পেছনের অংশে মেসির নাম লেখা। জেহ পরেছে আর্জেন্টিনা লেখা জার্সি।

কলকাতা ও হায়দরাবাদের মতোই মুম্বাইয়ে দেখা দিয়েছেন মেসির ইন্টার মায়ামির সতীর্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল।

মেসির সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় জার্সি পরা দুই ছেলের হাত ধরে তোলা ছবি পোস্ট করেন কারিনা। ক্যাপশনে ফুটবলের ইমোজি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘দুই ছেলেকে তাদের হিরোর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছি।’

২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর। ২০১৬ সালে তাদের দাম্পত্য জীবনে আসে বড় ছেলে তৈমুর। আর ছোট ছেলে জেহ জন্ম নিয়েছে ২০২১ সালে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ