বলিউড
‘কিং’ সেটে আহত শাহরুখ, বন্ধ হলো শুটিং

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের অভিনীত ও প্রযোজিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন। স্টান্ট দৃশ্যের কাজ করতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার নাজুক হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং।
জানা গেছে, মুম্বাইয়ে গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে ‘কিং’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন ৬০ বছর বয়সী এই তারকা। হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। তার চোটের বিবরণ জানা যায়নি। তবে আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
কয়েক বছর ধরে পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, এ কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় বেকায়দায় চোট পেয়েছেন রুপালি পর্দার বাদশা। অস্ত্রোপচারের পর তাকে সুস্থতার জন্য এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)
শাহরুখ চোট থেকে সম্পূর্ণ সেরে ওঠার পরেই শুটিংয়ে ফিরবেন। ফলে ‘কিং’ সিনেমার পরবর্তী ধাপের কাজ শুরু হবে সেপ্টেম্বর অথবা অক্টোবরে।
শোনা যাচ্ছে, ‘কিং’ সিনেমার বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো ও যশরাজ ফিল্মস বুকিং দিয়ে রাখা হয়েছিলো। শাহরুখের চোট পাওয়ার ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলো বাতিল করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সুহানা খান ও শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)
গত কয়েক মাস ধরে লন্ডনে সিনেমাটির শুটিং হয়েছে। ‘কিং’-এর মাধ্যমে শাহরুখের মেয়ে সুহানা খানের অভিষেক হবে বড় পর্দায়। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়েল। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস