Connect with us

স্টার জোন

খালেদা জিয়ার প্রয়াণে শোক: জেমস, শাকিব, জয়াসহ কারা কী লিখলেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে তিন দিনে রাষ্ট্রীয় শোক ও একদিনের (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়ার চিরবিদায়ে সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা।

নগরবাউল জেমস শোক ও বিনম্র শ্রদ্ধায় লিখেছেন, ‘বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড তারকা শাকিব খান। একইসঙ্গে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি। অসীম অনন্তলোকে ভালো থাকুন আপনি।’

অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিলো অসামান্য। সামরিক-শাসনবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।

অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বিনম্র শ্রদ্ধায় লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া র এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে।’

শবনম বুবলী লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া! বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার আত্মার চির শান্তি কামনা করি।’

খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

চিত্রনায়িকা পরীমণি লিখেছেন,তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে।’

অভিনেত্রী-কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‌‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসাবে আপনার কথা মনে রাখতে চাই। বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। খালেদা জিয়াকে দেশনেত্রী উল্লেখ করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’

‘এই দেশ ছাড়া আমার আর কোনো ঘর নেই। এই মাটির সঙ্গে আমার জীবন ও মৃত্যুর সম্পর্ক’- খালেদা জিয়ার এই উক্তি জুড়ে দিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘আপোষহীন, শক্তিশালী ও মানবতার নারী হিসেবে ইতিহাসে এবং কোটি কোটি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’

অভিনেতা তারিক আনাম খান লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি। তাঁর পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ সকলকে শোক সইবার শক্তি দান করুন।’

গভীর শোক প্রকাশ করে অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘সময়ের উত্থান-পতন, সংগ্রামের ভেতর দিয়েও বেগম খালেদা জিয়ার দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তাঁর পরিবার, সহযাত্রী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন ও শোকসন্তপ্ত সবাইকে ধৈর্য ধারণের শক্তি দেন।’

চিত্রনায়িকা পূজা চেরি লিখেছেন, ‘শান্তিতে থাকুন।’

চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আল্লাহ তাকে ক্ষমা করুন ও জান্নাতুল ফেরদৌস দান করুন।’

অভিনেতা সিয়াম আহমেদ, নিরব হোসেন, গায়ক আসিফ আকবর, মিনার রহমান, নির্মাতা শিহাব শাহীন ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে শোক প্রকাশ ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি হারালো দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘বিদায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া! তিনিই প্রথম এ দেশে মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার প্রবর্তন করেন। রক্ষণশীল, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পিছিয়ে থাকা নারীদের জন্য এ ঘটনা মাইলফলক হয়ে থাকবে। এই নারীশক্তির নেতৃত্বেই মূলত দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির পূর্ণ বিকাশ হয়। একজন অতি সাধারণ গৃহবধূ থেকে নানা উত্থান-পতন ও দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে গড়ে ওঠা এই অপরাজেয় নারীর রাজনৈতিক যাত্রা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে, শেখ হাসিনার অবর্তমানে দেশের নারীদের যে নাজেহাল অবস্থা, নির্জীব খালেদাও এ অবস্থায় একরকম শক্তি হয়ে ছিলেন। দেশ তার অভাব বোধ করবে। তার বিদেহী আত্মার শান্তি হোক। জয় নারীশক্তি!’

চিত্রনায়িকা ববি হক লিখেছেন, ‘আজ আমরা হারালাম বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক নেত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশপ্রেম, উঁচু মনোবল ও অগণিত মানুষের আশা‑বিশ্বাসের প্রতীক ছিলেন তিনি। তিনি শুধু একজন নেতা ছিলেন না— বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের নাম। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন ও পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময় সহ্য করার তাওফিক দিন। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন।’

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা। শান্তিতে ঘুমান।’

অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত‍্যুতে শোক ও সমবেদনা। আপনার আত্মার শান্তি কামনা করি।’

নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আপনি ছিলেন প্রাণোচ্ছল, সৌন্দর্য ও কখনোই হাল ছেড়ে না দেওয়ার প্রতীক, এমনকি যখন আপনার বিরোধীরা অমানবিক আচরণ করেছিলো তখনো। বেগম খালেদা জিয়া শান্তিতে ঘুমান। এই জাতি আপনাকে সবসময় গর্বের সঙ্গে স্মরণ করবে।’

রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসীন লিখেছেন, ‘সাহস, পরম সৌন্দর্য ও মার্জিত একজন বলিষ্ঠ নারী। আমাদের প্রথম নারী রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শান্তিতে, মর্যাদায় ও প্রতাপে থাকুন।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ