Connect with us

ওটিটি

‘গিরগিটি’র গোয়েন্দা ইরফান সাজ্জাদ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘গিরগিটি’ ওয়েব সিরিজে ইরফান সাজ্জাদ (ছবি: বঙ্গ)

নতুন একটি ওয়েব সিরিজে দর্শকদের সামনে হাজির হলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এর নাম ‘গিরগিটি’। এতে একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে আজ (১৬ অক্টোবর) মুক্তি পেয়েছে এটি।

‘গিরগিটি’র গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে তদন্তে নামে গোয়েন্দা মারুফ চৌধুরী। তিনি এক ভয়ঙ্কর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন বিপজ্জনক জালে। কে শিকার আর কে শিকারি, সেই রহস্যের জট খুলতে এগিয়ে যায় গল্প।

‘গিরগিটি’ ওয়েব সিরিজে (বাঁ থেকে) গোলাম ফরিদা ছন্দা, ইরফান সাজ্জাদ, মোহনা মিম (ছবি: বঙ্গ)

মানুষ গিরগিটির মতো রঙ বদলালে সত্য-মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। এজন্য সিরিজের নামকরণ হয়েছে ‘গিরগিটি’। এতে অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার এক অন্ধকার জগতকে তুলে ধরা হয়েছে। এতে ইরফান সাজ্জাদ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, আশীষ খন্দকার, শরীফ সিরাজ, মিলন ভট্টাচার্যসহ অনেকে।

‘গিরগিটি’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: বঙ্গ)

থ্রিলার ধাঁচের সিরিজটি পরিচালনা করেছেন লস্কর নিয়াজ। তিনি বলেন, “আমাদের আশেপাশের কিছু চরিত্র নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি ‘গিরগিটি’তে। এর শক্তিশালী গল্প ও অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। আশা করি, দর্শকরা আমাদের সততা ও যত্নের এই চেষ্টাটুকু উপভোগ করবেন।”

সিনেমাওয়ালা প্রচ্ছদ