হলিউড
গোল্ডেন গ্লোবসে হলিউড তারকাদের লড়াই

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সাজসজ্জা (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও, টিমোতি শালামেসহ শোবিজের আরো অনেক তারকা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ট্রফি জিততে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত শ্যাম্পেন-উৎসবমুখর এই মর্যাদাপূর্ণ আসরকে ভাবা হয় অস্কারের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ। কারণ গোল্ডেন গ্লোবস জিতলে যেকোনো সিনেমা ও অভিনয়শিল্পীর কাছে মোমেন্টাম চলে আসে। গোল্ডেন গ্লোবসের বিজয়ী তালিকা সাধারণত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ভোটারদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ফলে অস্কারে মনোনয়ন প্রাপ্তি ও জয়ের সম্ভাবনা বেড়ে যায়।
২০২৬ সালে হলিউডের পুরস্কার মৌসুমের শুরুর দিকের বড় আসরের মধ্যে গোল্ডেন গ্লোবস অন্যতম। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আগেই এই পুরস্কার প্রদান করা হয়। যদিও গোল্ডেন গ্লোবসের ভোটারদের অস্কারে ভোট প্রদানের সুযোগ নেই। তবে গোল্ডেন গ্লোবে জয়ী হলে অস্কারের সম্ভাব্য দাবিদার হিসেবে বাড়তি মনোযোগ পেতে সহায়ক ভূমিকা রাখে। এবারের গোল্ডেন গ্লোবসের বিজয়ী তালিকা চূড়ান্ত হয়েছে ৩৯৯ জন বিনোদন সাংবাদিকের ভোটে। অন্যদিকে অস্কারের ভোটার সংখ্যা প্রায় ৯ হাজার।
গোল্ডেন গ্লোবসে প্রত্যেক ভোটার প্রতিটি শাখার বিজয়ী নির্বাচনে ভোট দিয়েছেন। যে সিনেমা কিংবা অভিনয়শিল্পী বেশিসংখ্যক ভোটারের ভোট পেয়েছে, পুরস্কার উঠবে তাদের হাতেই।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সাজসজ্জা (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
এবারের আসরে আলোচনার কেন্দ্রে রয়েছে ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা মিউজিক্যাল/কমেডি সিনেমাসহ সর্বাধিক ৯টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে এটি। ডার্ক কমেডি ঘরানার এই সিনেমা একসময়ের বিপ্লবী এক ব্যক্তিকে কেন্দ্র করে, নিজের মেয়ের জীবন বিপদের মুখে পড়তেই সে আবার সক্রিয় হয়ে ওঠে। ডিক্যাপ্রিওর পাশাপাশি তার সহশিল্পী বেনিসিও দেল তোরো, শন পেন, চেস ইনফিনিটি ও টিয়ানা টেলর মনোনয়ন পেয়েছেন।
সেরা মিউজিক্যাল/কমেডি সিনেমা শাখায় ওয়ার্নার ব্রাদার্স পরিবেশিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর প্রতিদ্বন্দ্বী টেবিল টেনিসকে কেন্দ্র করে টিমোতি শালামে অভিনীত ‘মার্টি সুপ্রিম’, এমা স্টোন অভিনীত ব্ল্যাক কমেডি ‘বুগোনিয়া’, গীতিকার লরেন হার্টজের বায়োপিক ‘ব্লু মুন’, কোরিয়ান থ্রিলার ‘নো আদার চয়েস’ ও জ্যঁ-লুক গদারের ফ্রেঞ্চ নিউ ওয়েভ প্রবর্তনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘নুভেল ভ্যাগে’।
সেরা ড্রামা সিনেমা শাখায় রয়েছে নিজের উত্তরাধিকার নিয়ে দ্বিধায় থাকা এক অভিনেতাকে কেন্দ্র করে জর্জ ক্লুনি অভিনীত ‘জে কেলি’। এতে অভিনেতার নিবেদিতপ্রাণ ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছেন অ্যাডাম স্যান্ডলার। একই শাখায় মনোনীত সিনেমার সংক্ষিপ্ত তালিকায় আছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’, রায়ান কুগলার পরিচালিত ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’, উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের গল্প নিয়ে নির্মিত ‘হ্যামনেট’।

নিকি গ্লেজার ও গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
ড্রামা সিনেমার অভিনয় শাখায় মনোনীতদের মধ্যে এগিয়ে আছেন টিমোতি শালামে ও ‘হ্যামনেট’ খ্যাত জেসি বাকলি। এছাড়া মনোনয়ন পেয়েছেন ‘দ্য স্ম্যাশিং মেশিন’ তারকা ডোয়াইন জনসন, ‘সিনার্স’-এর জন্য মাইকেল বি. জর্ডান, মিউজিক্যাল সিক্যুয়েল ‘উইকেড: ফর গুড’-এর দুই অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে ও সিনথিয়া এরিভো।
মনোনয়ন তালিকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক সিনেমা গুরুত্ব পেয়েছে। এরমধ্যে রয়েছে নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ইরানি নির্মাতা জাফর পানাহির প্রতিশোধধর্মী থ্রিলার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ও ব্রাজিলের রাজনৈতিক ড্রামা ‘দ্য সিক্রেট এজেন্ট’।
সিনেমার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানে সেরাদের হাতে উঠবে পুরস্কার। এইচবিও’র অবকাশযাপনকেন্দ্রিক রহস্যধর্মী সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ ছয়টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে। এরপরেই আছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে খুনের অভিযোগের গল্প নিয়ে নির্মিত নেটফ্লিক্সের লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। এর ঝুলিতে এসেছে পাঁচটি মনোনয়ন।
এছাড়া প্রথমবারের মতো সেরা পডকাস্ট শাখায় দেওয়া হবে ট্রফি। নতুন পডকাস্ট শাখায় মনোনীতদের মধ্যে আছে গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার (স্পটিফাই), আর্মচেয়ার এক্সপার্ট উইথ ড্যাক্স শেপার্ড (ওয়ান্ডারি), কল হার ড্যাডি (সিরিয়াসএক্সএম), দ্য মেল রবিন্স পডকাস্ট (সিরিয়াসএক্সএম), স্মার্টলেস (সিরিয়াসএক্সএম), আপ ফার্স্ট (ন্যাশনাল পাবলিক রেডিও)।

নিকি গ্লেজার (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
ইতিহাস-কন্যার ফেরা
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহরে টিনসেলটাউনের বড় পরিসরের এই আয়োজন জমিয়ে তুলবেন আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান নিকি গ্লেজার। টানা দ্বিতীয়বার সঞ্চালকের দায়িত্বে দেখা যাবে তাকে। নারীদের মধ্যে একা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রথমবার সঞ্চালনা করে ইতিহাস গড়েছেন তিনি।এমি, গ্র্যামি ও গোল্ডেন গ্লোবস মনোনীত ৪১ বছর বয়সী এই তারকা আশ্বাস দিয়েছেন, তার স্বাগত বক্তব্য নিয়ে হলিউড তারকাদের শঙ্কার কিছু নেই! গোল্ডেন গ্লোবসের সঞ্চালকেরা অতিথি সারিতে থাকা তারকাদের নিয়ে তীক্ষ্ণ রসিকতা করেছেন। তবে নিকি গ্লেজারের ভাষায়, ‘কারো দুশ্চিন্তার কিছু নেই। আমি এমনভাবে মনোলগ তৈরি করেছি, যাতে কারো সুন্দর একটি রাত নষ্ট না হয়। আফটার পার্টিতে কাউকে এড়িয়ে চলতে হবে বলে আমার মনে হয় না।’

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সাজসজ্জা (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া
৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ২৮টি প্রতিযোগিতামূলক শাখার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন দেশের তারকারা। তারা হলেন–ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, আমেরিকান গায়িকা মাইলি সাইরাস, ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের থাই র্যাপার লিসা, আমেরিকান অভিনেত্রী জুলিয়া রবার্টস, আমান্ডা সেফ্রিড, জেনিফার গার্নার, ড্যাকোটা ফ্যানিং, ডায়ান লেন, রেজাইনা হল, ক্যাথরিন হান, কাইরা সেজউইক, আমেরিকান-ফরাসি অভিনেতা-নির্মাতা জর্জ ক্লুনি, কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাস, ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী-গায়িকা মিনি ড্রাইভার, আমেরিকান অভিনেতা কোলম্যান ডমিঙ্গো, জেসন বেইটম্যান, কেভিন বেকন, ক্রিস পাইন, জাস্টিন হার্টলি, লুক গ্রাইমস, কনোর স্টোরি, আমেরিকান অভিনেতা-সংগীতশিল্পী জো কিরি, ম্যাকোলে কালকিন, আমেরিকান অভিনেতা-নির্মাতা ডেভ ফ্রাঙ্কো, আমেরিকান অভিনেত্রী-গায়িকা হেইলি স্টাইনফেল্ড, জোয়ি ক্র্যাভিৎজ, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স, কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন, আমেরিকান-ইউক্রেনিয়ান অভিনেত্রী মিলা কুনিস, আমেরিকান র্যাপার-অভিনেত্রী কুইন লতিফা, আমেরিকান কমেডিয়ান-অভিনেতা কেভিন হার্ট, মারলন ওয়ায়েন্স, কিগ্যান-মাইকেল-কি, শন হেইস, আমেরিকান র্যাপার স্নুপ ডগ, আমেরিকান কমেডিয়ান-অভিনেত্রী অ্যায়ো এডেবিরি, মেলিসা ম্যাককার্থি, ওয়ান্ডা সাইকস, কানাডিয়ান-আমেরিকান অভিনেতা-কমেডিয়ান উইল আর্নেট, আমেরিকান পরিচালক জাড অ্যাপাটো, কানাডিয়ান অভিনেতা-পরিচালক হাডসন উইলিয়ামস।

হেলেন মিরেন ও সারাহ জেসিকা পার্কার (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
লালগালিচা বিছিয়ে আজীবন সম্মাননা
বেভারলি হিলটন হোটেলে গত ৮ জানুয়ারি লালগালিচা খোলা হয়। সেদিন একটি অনুষ্ঠানে বড় পর্দার আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি. ডিমিল পুরস্কার পেয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন। ছোট পর্দার আজীবন সম্মাননা ক্যারল বার্নেট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আমেরিকান অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার। অনুষ্ঠানে অংশ নেন আমেরিকান কমেডিয়ান-অভিনেত্রী ক্যারল বার্নেট, আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ড, ভিন ডিজেল, কোলম্যান ডমিঙ্গো, টেড ড্যানসন, আমেরিকান অভিনেত্রী টেসা থম্পসন, ভায়োলা ডেভিস, ক্রিস্টিন ডেভিস।

(বাঁ থেকে) ডিক ক্লার্ক প্রোডাকশন্সের নির্বাহী সহ-সভাপতি ব্যারি অ্যাডেলম্যান, নিকি গ্লেজার, গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক গ্লেন ওয়াইস (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
লালগালিচায় একসঙ্গে ছবি তুলেছেন গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা, নিকি গ্লেজার, গোল্ডেন গ্লোবসের অফিসিয়াল শেফ নোবু মাতসুহিসা, গোল্ডেন গ্লোবসের বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্সের (ডিসিপি) নির্বাহী সহ-সভাপতি ব্যারি অ্যাডেলম্যান, নির্বাহী প্রযোজক এমি অ্যাওয়ার্ড জয়ী গ্লেন ওয়াইস, আমেরিকান সমাজকর্মী ও শিক্ষাবিদ শ্যারন নাজারিয়ান।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
