হলিউড
গোল্ডেন গ্লোবস ২০২৬: পুরস্কার উঠলো যাদের হাতে

রোজ বার্ন (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি) শাখাসহ সর্বাধিক চারটি পুরস্কার জিতলো হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এতে দারুণ নৈপুণ্যের সুবাদে টিয়ানা টেলর সেরা সহ-অভিনেত্রী হয়েছেন। সিনেমাটির সুবাদে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার শাখার পুরস্কার দুটি বাগিয়ে নিয়েছেন পল থমাস অ্যান্ডারসন।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহরের বেভারলি হিলটন হোটেলে ১১ জানুয়ারি সন্ধ্যায় (বাংলাদেশ সময় ১২ জানুয়ারি সকাল ৭টা) জাঁকজমক অনুষ্ঠানে মোট ২৮টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। আমেরিকাসহ বিভিন্ন দেশে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও টেলিভিশনের সেরা কাজগুলোকে বিবেচনা করা হয়েছে। গত দুই আসরের মতোই রয়েছে ‘সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট’ ও ‘সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স’ শাখা দুটি। এবার নতুন যুক্ত হয়েছে ‘সেরা পডকাস্ট’। গতবারের মতোই এবারের আসর সঞ্চালনা করেন গ্র্যামি, গোল্ডেন গ্লোব ও এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান নিকি গ্লেজার।

টিমোতি শালামে (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
সিনেমার আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন। টেলিভিশনের আজীবন সম্মাননা হিসেবে ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার।

জেসি বাকলি (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের টেলিভিশন ও সিনেমার মধ্যে সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। মনোনয়ন তালিকা ও বিজয়ী নির্বাচনে ভোট দিয়ে থাকেন বিভিন্ন দেশের সাংবাদিকেরা। এবারের আসরে বাংলাদেশ থেকে ভোটার হিসেবে কাজ করেছেন পাঁচ জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম, ৭১ টিভির পার্থ সন্জয় ও চরকি’র আদর রহমান। ভোটগণনার দায়িত্ব পালন করেছে আমেরিকান অডিট, ট্যাক্স বিষয়ক পরামর্শদাতা সংস্থা কেপিএমজি এলএলপি। অনুষ্ঠানটির বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্স।

Wagner Moura at the 83rd Annual Golden Globes held at The Beverly Hilton on January 11, 2026 in Beverly Hills, California.
৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা
সেরা সিনেমা (ড্রামা)
হ্যামনেট (ফোকাস ফিচার্স)
সেরা অভিনেতা (ড্রামা)
ভেগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা)
জেসি বাকলি (হ্যামনেট)
সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
টিমোতি শালামে (মার্টি সুপ্রিম)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আই উড কিক ইউ)
সেরা সহ-অভিনেতা
স্টেলান স্কর্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

টিয়ানা টেলর (ছবি: ডিক ক্লার্ক প্রোডাকশন্স)
সেরা সহ-অভিনেত্রী
টিয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পরিচালক
পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা চিত্রনাট্যকার
পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অ্যানিমেটেড সিনেমা
কেপপ ডিমন হান্টার্স (নেটফ্লিক্স)
সেরা অ-ইংরেজি ভাষার সিনেমা
দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)
সেরা মৌলিক সুর সংযোজন
লুদভিগ ইয়োরানসন (সিনার্স)
সেরা মৌলিক গান
গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স; জুং জিউ কোয়াক, ইয়ু হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও, পার্ক হং জুন, ইজেই, মার্ক সনেনব্লিক)
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
সিনার্স (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
হ্যারিসন ফোর্ড
টেলিভিশন শাখা
সেরা টিভি সিরিজ (ড্রামা)
দ্য পিট (এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
নোয়া ওয়াইল (দ্য পিট)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
রিয়া সিহর্ন (প্লুরিবাস)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
দ্য স্টুডিও (অ্যাপল টিভি)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
সেথ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
জিন স্মার্ট (হ্যাকস)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)
সেরা টিভি সহ-অভিনেতা
ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
সেরা টিভি সহ-অভিনেত্রী
এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
রিকি জার্ভে: মর্টালিটি (নেটফ্লিক্স)
সেরা পডকাস্ট
গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার (স্পটিফাই)
ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
সারাহ জেসিকা পার্কার
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
