Connect with us

ওটিটি

ঘরে ঘরে চরকিতে হইচই ফেলবে ‘তাণ্ডব’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা আই)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ বড় পর্দা কাঁপানোর পর এবার ছোট পর্দায় ঝড় তুলবে। আগামী মাস (আগস্ট) থেকে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষি দর্শকরা ঘরে বসে সুবিধাজনক সময়ে যত খুশি ততবার উপভোগ করতে পারবেন এটি। ওটিটি প্ল্যাটফর্মে হইচই ও চরকিতে একসঙ্গে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমা। শাকিবিয়ানদের জন্য নিঃসন্দেহে এটি দারুণ সুখবর! 

ওটিটিতে ‘তাণ্ডব’ মুক্তির খবর আজ (২৭ জুলাই) দুপুরে চরকি ও হইচইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। শিগগিরই মুক্তির দিনক্ষণ জানানো হবে সোশ্যাল মিডিয়ায়।

চরকি’র ভেরিফয়েড ফেসবুক পেজে লেখা হয়েছে, “দেশ-বিদেশে আবার ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমাহলের পর এই আগস্টে চরকি’তে ‘তাণ্ডব’ তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”

অন্যদিকে হইচই বাংলাদেশের ফেসবুক পেজে লেখা রয়েছে, ‘গোটা দেশে জারি হলো এক প্রলয়কারী ‘তাণ্ডব’-এর পূর্বাভাস। বিশৃঙ্খলা এখন একটি নতুন ঠিকানা পেয়েছে!”

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা আই)

ওটিটিতে ‘তাণ্ডব’ মুক্তি প্রসঙ্গে রায়হান রাফী বলেন, “এটি নির্মাণ করা আমার জন্য একেবারে ভিন্ন একটি অভিজ্ঞতা ছিলো। এতে গল্প ভাবনা, নির্মাণের ধরণ, দর্শনসহ সবকিছুতেই নতুনত্ব রাখার চেষ্টা করেছি। পুরো প্রক্রিয়া অনেক আনন্দ নিয়ে সম্পন্ন করেছি। দর্শক বড় পর্দায় ‘তাণ্ডব’ উপভোগ করেছে দেখে সেই আনন্দ মনে হয়েছে। সিনেমাহলে সাফল্য পাওয়ার পর এবার ওটিটিতে আসছে আমাদের সিনেমা। হইচই ও চরকির মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে ‘তাণ্ডব’। ওটিটির দর্শকেদের কাছ থেকে আরো বেশি ভালোবাসা-উচ্ছ্বাস দেখার প্রত্যাশা করছি।”

রায়হান রাফীর আশা, ওটিটিতে সিনেমাটি দারুণ সাড়া ফেলবে। তার কথায়, “ওটিটিতে মুক্তির সুবিধা হলো– পৃথিবীর যেকোনো প্রান্তের বাংলা ভাষাভাষি দর্শকরা চাইলেই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাহলে ‘তাণ্ডব’ দেখার সুযোগ পাননি, কিংবা দ্বিতীয়-তৃতীয়বার দেখার ইচ্ছা ছিলো, তাদের জন্য এটি একটি দারুণ খবর।”

‘তাণ্ডব’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)

ঈদুল আজহা উপলক্ষে গত ৭ জুন ঢাকাসহ সারাদেশের সিনেমাহলে মুক্তি পায় ‘তাণ্ডব’। বক্স অফিসে সাফল্য পাওয়া বছরের অন্যতম আলোচিত সিনেমা এটি। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। সিনেমার পরতে পরতে আছে চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য ও প্রতিশোধের আবেগ। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ‘তাণ্ডব’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৯ মিনিট ৫২ সেকেন্ড।

‘তুফান’-এর পর ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার রায়হান রাফীর পরিচালনায় কাজ করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। নাচ-গান-অ্যাকশনে ভরপুর সিনেমায় এটাই তার প্রথম অভিনয়। ‘তাণ্ডব’-এর আরেক নায়িকা জয়া আহসান। দীর্ঘ ১০ বছর পর আবার শাকিবের সঙ্গে একফ্রেমে দেখা গেছে তাকে।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা আই)

মুখ্য চরিত্রে শাকিব খানের সঙ্গে সিনেমাটির দুই চমক অতিথি চরিত্রে ‘সুড়ঙ্গ’র পর মাসুদের ভূমিকায় আফরান নিশো ও ধনীর বখাটে ছেলের ভূমিকায় সিয়াম আহমেদ। এছাড়া অভিনয় করেছেন এফএস নাঈম, রাকিব হোসেন ইভন, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, সুব্রত, অশোক ব্যাপারী, সুমন আনোয়ার, মনির আহমেদ শাকিল, এ কে আজাদ সেতু, শিবা শানু, রাশেদা চৌধুরী, মুকিত জাকারিয়াসহ অনেকে। ‘তাণ্ডব’-এর গল্প লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান।

‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানে শাকিব খান ও সাবিলা নূর (ছবি: আলফা-আই)

‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। সুর ও সংগীত পরিচালনায় প্রীতম হাসান। এর কথা লিখেছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন। সিনেমাটির টাইটেল গান লিখেছেন ও গেয়েছেন শিফাত আব্দুল্লাহ আবির। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভির আহমেদ।

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এর আগে ‘তুফান’ ও ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ‘তাণ্ডব’-এর মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ হলো তাদের। ‘তাণ্ডব’ সহ-প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতায় দীপ্ত টিভি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ