ঢালিউড
‘প্রিন্স’ রূপে শাকিবের ঘোষণা, ‘শহর চিনবে তার আসল নায়ককে!’

‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার পোস্টার (ছবি: ক্রিয়েটিভ ল্যান্ড)
ছোট-বড় পিস্তল-বন্দুক উঁচিয়ে রেখেছে অনেক হাত। তাদের মাঝে দুই হাতে দুই পিস্তল প্রসারিত করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে একজন। ওপরে-নিচে চারপাশে রাজধানী ঢাকার উত্তরা, আশকোনা, গাবতলী, বাড্ডা, মোহাম্মদপুর, কাফরুল, কাওরান বাজার, শাঁখারিবাজার, গেণ্ডারিয়া এলাকার নাম লেখা। ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’র ফার্স্টলুক পোস্টার এটি। এতে উল্লেখ রয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
আজ (২২ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার প্রকাশ্যে এনে শাকিব লিখেছেন, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের। শহর চিনবে তার আসল নায়ককে!’
শাকিব যোগ করেছেন, “এবার রূপালি পর্দায় জেগে উঠছে মিথ। ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ একটি গল্প, যেখানে শহর খুঁজে পায় আপন কিংবদন্তিকে।”

আবু হায়াত মাহমুদ, শাকিব খান ও শিরিন সুলতানা (ছবি: ক্রিয়েটিভ ল্যান্ড)
‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা। তিনি একযুগের বেশি সময় ধরে ছোট পর্দায় অনেক নাটক-টেলিফিল্ম নির্মাণ করে হাত পাকিয়েছেন। আগামী অক্টোবরে বড় পর্দার জন্য প্রথমবার বিশাল পরিসরে শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।
নিজের প্রথম সিনেমার ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবু হায়াত মাহমুদ লিখেছেন, ‘প্রথম সিনেমা অনেকটা প্রথম সন্তানের মতো।’
২০২৪ সালের মার্চ মাসে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের একটি সিনেমা পরিচালনার ঘোষণা দেন আবু হায়াত মাহমুদ। তবে শাকিবের সিনেমাটির সঙ্গে ঘোষিত সিনেমার কোনো সম্পর্ক নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে অ্যাকশন, অপরাধ, প্রেম ও পারিবারিক ড্রামার সম্মিলন থাকছে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’য়। তবে এতে শাকিবের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরিতে কাজ করেছেন মেজবাহ উদ্দীন সুমন, মোহাম্মদ নাজিমউদ্দিন ও আবু হায়াত মাহমুদ। কস্টিউম ডিজাইন করবেন ফারজানা সান। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।
গত ১ জুলাই ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব। এটি প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ডের শিরিন সুলতানা। এবারই প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হলো তার।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস