Connect with us

ঢালিউড

চঞ্চলের সঙ্গে পরীমণির ‘শাস্তি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরীমণি ও চঞ্চল চৌধুরী (ছবি: কমলা কালেক্টিভ)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে বড়পর্দার জন্য তৈরি হচ্ছে নতুন সিনেমা। এতে একসঙ্গে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। এবারই প্রথম একফ্রেমে দেখা যাবে তাদের। 

গতকাল (১৯ জানুয়ারি) ‘শাস্তি’তে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল ও পরীমণি। এরপর ঢাকার একটি হোটেলে সিনেমাটির সংবাদ সম্মেলনে হাজির হন এই দুই তারকা। 

‘শাস্তি’ সিনেমাটি রুপালি পর্দায় ফিরিয়ে আনছেন কানাডা প্রবাসী পরিচালক লীসা গাজী। এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন তিনি। ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে সিনেমাটি। এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো নারী পরিচালকের সিনেমা পাঠানো হয় অস্কারে।

পরীমণি, চঞ্চল চৌধুরী ও লীসা গাজী (ছবি: কমলা কালেক্টিভ)

সংবাদ সম্মেলনে পরিচালক লীসা গাজী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে অনুপ্রাণিত সিনেমাটিতে আজকের বাস্তব ও ভার্চুয়াল জীবনের ফারাক দেখানো হবে। যা দেখা যায় আর যা লুকিয়ে রাখা হয়, সেসবের মধ্যকার টানাপোড়েনের প্রতিচ্ছায়া থাকবে এতে। সিনেমাটি সময়ের সঙ্গে যেমন বোঝাপড়া, তেমনই নিরন্তর আশার সন্ধান করে ফেরাও বটে।’

(বাঁ থেকে) আনান সিদ্দিকা, পরীমণি ও চঞ্চল চৌধুরী (ছবি: কমলা কালেক্টিভ)

চঞ্চল চৌধুরী এবারই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে অভিনয় করতে যাচ্ছেন। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’র আধুনিক ও মনস্তাত্ত্বিক রূপান্তরে কাজ করা যেকোনো অভিনেতার জন্যই বড় পাওয়া। পরিচালক লীসা গাজীর গল্পের গাঁথুনি ও চরিত্র নির্মাণের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করে। এখানে প্রতিটি চরিত্রের অনেক স্তর আছে, পর্দায় সেসব ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, এই প্রকল্পে মেধাবী সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের সিনেমাকে আরো সমৃদ্ধ করবে।”

পরীমণি (ছবি: কমলা কালেক্টিভ)

পরীমণি গতকাল মালয়েশিয়া থেকে এসেই ‘শাস্তি’র সংবাদ সম্মেলনে অংশ নেন। তিনি বলেন, ‘পরিচালক যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনালেন, একমুহূর্তেই রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে গল্পের নারী চরিত্রগুলোকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটি সত্যিই প্রশংসনীয়। নিজের চরিত্র নিয়ে আমি রোমাঞ্চিত। চঞ্চল ভাইয়ের মতো গুণী অভিনেতা ও অন্য সহশিল্পীদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমি আশাবাদী, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছে।’

সিনেমার মূল ভাবনা
‘শাস্তি’ গল্পটি দুই ভাই দুখিরাম রুই ও ছিদাম রুইকে কেন্দ্র করে। রাগের মাথায় দুখিরাম খুন করে তার স্ত্রী রাধাকে। ভাইকে বাঁচাতে ছিদাম খুনের দায় চাপিয়ে দেয় নিজের স্ত্রী চন্দরার কাঁধে। খুনের অভিযোগে জেলবন্দি হয় চন্দরা। আদালতে সবাইকে হতভম্ব করে সে নিজেই খুন করেছে জানায়।

সিনেমার জন্য গল্পটি আধুনিক সময়ের উপযোগী করে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও ‘শাস্তি’ তৈরি হচ্ছে সমকালীন বাস্তবতায়। যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক উন্মত্ত শহরে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের চিত্র।

ঢাকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে ‘শাস্তি’ সিনেমার মূল গল্প আবর্তিত। তার মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও মূলধারার মিডিয়ায় শুরু হয় তীব্র আলোড়ন ও বিচার-পিপাসু উন্মাদনা। লাকির জা মীরা হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন। তিনি কি সত্যিই অপরাধী, নাকি আরো গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এগোয় ‘শাস্তি’র কাহিনি।

আনান সিদ্দিকা (ছবি: কমলা কালেক্টিভ)

নতুন ‘শাস্তি’তে আরো অভিনয় করবেন আনান সিদ্দিকা ও অর্ক দাস। লীসা গাজীর পরিচালনায় এটি আনান সিদ্দিকার দ্বিতীয় সিনেমা। তিনি বলেন, “আমার জন্য ‘শাস্তি’তে কাজের সুযোগ পাওয়া এককথায় অসাধারণ ও রোমাঞ্চকর। আমার অন্যতম সেরা চ্যালেঞ্জিং একটি চরিত্রের জন্য এখন নিজেকে প্রস্তুত করছি।”

অর্ক দাস বলেন, ‘লীসা গাজীর সিনেমার অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বাংলাদেশে এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন ধরেই আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম। সবকিছু এতো সুন্দরভাবে মিলে যাওয়া আমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে।’

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঢাকায় ‘শাস্তি’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখন চলছে প্রস্তুতি। শুটিংয়ের আগে বেশ কিছুদিন অভিনয়শিল্পীরা মহড়ায় অংশ নেবেন।

‘শাস্তি’ সিনেমার কলাকুশলীরা (ছবি: কমলা কালেক্টিভ)

ক্যামেরার পেছনের তারকারা
‘শাস্তি’ যৌথভাবে প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশন্স (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।

‘শাস্তি’ ছবির প্রযোজক লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূর্ভা বক্সী ও আরিফুর রহমান। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের আধুনিক রূপান্তর ‘শাস্তি’ দর্শকদের হৃদয়ে দাগ কাটার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস করেন প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট। আরেক প্রযোজক অপূর্ভা বক্সী বলেন, ‘রবীন্দ্রনাথের গল্পটির মূল আবেগ ও গভীরতা বজায় রেখে এই সিনেমার চিত্রনাট্যের আধুনিক ও সাহসী রূপান্তর আমাদের জন্য সৃজনশীলভাবে দারুণ একটি অভিজ্ঞতা হবে।’

আরিফুর রহমান বলেন, “লীসা গাজীর সাহসী ও সংবেদনশীল গল্প বলার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস, ‘শাস্তি’ আমাদের সময়ের অন্যতম শক্তিশালী একটি মনস্তাত্ত্বিক সিনেমা হতে যাচ্ছে।”

‘শাস্তি’তে অনুপ্রাণিত মূল গল্প লিখেছেন পরিচালক লীসা গাজী ও অভিনেত্রী-গায়িকা আনান সিদ্দিকা। তাদের সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন সাদিয়া খালিদ ঋতি। সিনেমাটির চিত্রগ্রহণ করবেন অ্যালেক্স উনাই। কাস্টিং ডিরেক্টর ও লাইন প্রডিউসার তানিয়া রহমান। অন-লোকেশন সাউন্ডে থাকছেন নাহিদ মাসুদ। আবহ সংগীত ও শব্দসজ্জা করবেন রাশিদ শরীফ শোয়েব। মাইজভাণ্ডারী গানের সংগীত পরিচালক অদিত রহমান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাকিব ইফতেখার, রেইনবো ফং। নির্বাহী প্রযোজক ফয়সাল গাজী, টিউলিপ কবির। সহ-নির্বাহী প্রযোজক আব্বাস নোখাস্তেহ, কাজী রুমা।

মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপে পরীমণি (ছবি: ফেসবুক)

পরীমণির ‘শীত নাই’
একটি জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়েছিলেন পরীমণি। কাজের ফাঁকে ল্যাংকাউই দ্বীপে ঘোরাঘুরি করেছেন তিনি। সেখানে রোদচশমায় স্টাইলিশ লুকে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘শীত নাই।’ এরপর সমুদ্রে ডাইভিংয়ে তোলা ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘আমি জানি, শীতের সকালে এইরকম ছবি দেখলে কেমন লাগে!’

মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপে পরীমণি (ছবি: ফেসবুক)

চলতি বছর মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’ ও ‘ডোডোর গল্প’। এরমধ্যে রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’য়  স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় দেখা যাবে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ