বলিউড
চতুর্থ বিয়েবার্ষিকীতে রাজকন্যা পেলেন রাজকুমার-পত্রলেখা

রাজকুমার রাও ও পত্রলেখা (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউডের জনপ্রিয় দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখার সংসারে আনন্দের বন্যা। নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকীতে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন তারা। তাদের কোলে এসেছে ফুটফুটে এক রাজকন্যা। মেয়ের ভূমিষ্ঠ হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই দুই তারকা। নতুন মা ও সদ্যোজাত সন্তান ভালো আছে।
গতকাল (১৫ নভেম্বর) ইনস্টাগ্রামে পৃথক অ্যাকাউন্টে রাজকুমার রাও ও পত্রলেখা লিখেছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে স্রষ্টা সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।’
রাজকুমার ও পত্রলেখার পোস্টে রাজকুমারীদের বহন করা ঘোড়ার গাড়ির একটি ছবিতে লেখা, ‘আমরা আনন্দে আত্মহারা হয়ে যেন চাঁদে পা রেখেছি! সৃষ্টিকর্তা একটি কন্যাসন্তান পাঠিয়ে আমাদের ধন্য করেছেন। ধন্য মা-বাবা পত্রলেখা ও রাজকুমার।’
View this post on Instagram
প্রথমবার বাবা-মা হওয়ায় রাজকুমার রাও ও পত্রলেখাকে অভিনন্দনে ভাসিয়েছেন তারকারা ও ভক্তরা। জীবনের নতুন অধ্যায়ে এই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন ভিকি কৌশল, সোনম কাপুর আহুজা, দিয়া মির্জা, আলি ফজল, বাণী কাপুর, এশা গুপ্তা, অনিল কাপুর, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান ও আরো অনেকে।

রাজকুমার রাও ও পত্রলেখা (ছবি: ইনস্টাগ্রাম)
এক দশক সম্পর্কে থাকার পর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার ও পত্রলেখা। ২০২১ সালের ১৫ নভেম্বর গাঁটছড়া বাঁধেন তারা। গত জুলাইয়ে এই তারকা দম্পতি ঘোষণা দেন, তাদের কোলে সন্তান আসছে।

রাজকুমার রাও ও পত্রলেখা (ছবি: ইনস্টাগ্রাম)
২০২৫ সালে বলিউডের বেশ কয়েকজন তারকা মা-বাবা হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেই তালিকায় নতুন সংযোজন রাজকুমার রাও ও পত্রলেখা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
