ওটিটি
চমকে দিলেন মেহজাবীন!

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজে মেহজাবীন চৌধুরী (ছবি: আইস্ক্রিন)
মাথায় ফুলের মুকুট। তবুও অশ্রুজলে গড়িয়ে পড়ছে চোখের কাজল। মুখে অক্সিজেন মাস্ক। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর এমন হাল দেখে চমকে উঠবেন যে কেউ! এটি তার অভিনীত ‘আমি কী তুমি’ ওয়েব সিরিজের পোস্টার। সাত পর্বের এই ওয়েব সিরিজে তিথি চরিত্রে দেখা যাবে তাকে।
‘আমি কী তুমি’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তার পরিচালনায় এর আগে ‘পুনর্জন্ম’, ‘পুনর্জন্ম ২’, ‘পুনর্জন্ম ৩’ এবং ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’তে অভিনয় করেছেন মেহজাবীন।
আজ (১৪ জুলাই) বিকেলে সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির পোস্টার শেয়ার করেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না! উত্তরটা আপনাদের জানাতে শিগগিরই আসছি আমরা।’
‘আমি কী তুমি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়।

কার্নিভাল কনকুয়েস্ট ক্রুজে চড়ে বাহামায় গেছেন মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)
এদিকে মেহজাবীন আমেরিকায় ছুটি কাটিয়ে এখন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামায় অবসর উপভোগ করছেন। নিচে স্ক্রল করে দেখে নিন তার বেড়ানোর কিছু ছবি।
- বাহামার রাজধানী নাসাউতে লিটল স্যান সালভাদর দ্বীপে মেহজাবীন। ‘হাফ মুন কে’ নামেও জায়গাটি পরিচিত। এটি মূলত একটি ক্ষুদ্র দ্বীপ। এখানে চলাচলের একমাত্র মাধ্যম নৌযান। মেহজাবীন নিচের ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন, ‘লবণাক্ত জলথেরাপি’।






- বাহামায় যাওয়ার আগে মিডটাউন মিয়ামিতে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেন মেহজাবীন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনের ক্রান্তীয় অবস্থা।’


মেহজাবীন চৌধুরীর ছবিটি তুলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
- ফ্লোরিডার হলিউডের হাইড বিচ হাউসে মেহজাবীন। নিচের ছবিগুলো শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘সাদার অনাবিল মায়ায় জড়িয়েছি।’

-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
