ওটিটি
চরকি’র ওয়েব ফিল্মে প্রথমবার মিম, নায়ক কে?

বিদ্যা সিনহা মিম (ছবি: চরকি)
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হলেন। চরকি’র জন্য তৈরি হচ্ছে এটি। এবারই প্রথম এই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তাকে। নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন কাজী আসাদ। চলতি মাসেই এর শুটিং শুরু হবে। তবে এতে নায়ক হিসেবে যিনি থাকছেন, তার নাম এখনো ঘোষণা করা হয়নি।
আজ (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার কাওরান বাজারে চরকি কার্যালয়ে নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। এ সময় উপস্থিত ছিলেন চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘বড় পর্দায় মিম মানেই তুমুল দর্শকপ্রিয়তা। এবারও দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। একজন মেধাবী নির্মাতার চমৎকার সম্ভাবনাময় একটি ফিল্মের মাধ্যমে চরকিতে মিমের শুরুটা হচ্ছে। তাকে চরকিতে স্বাগত ও শুভকামনা।’

রেদওয়ান রনি ও বিদ্যা সিনহা মিম (ছবি: চরকি)
এদিকে চুক্তিবদ্ধ হয়েই চিত্রনাট্যে পূর্ণ মনোযোগ দিচ্ছেন মিম। গল্পটি তার ভালো লেগেছে। এমন জুতসই গল্প হাতে না পাওয়ায় বেশ কিছুদিন ধরে কাজ করছেন না তিনি। মিম বললেন, ‘অনেকেই জিজ্ঞেস করেন যে, কম কাজ করছি কেনো? ফিল্মে কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয় ভালো লাগে না বলেই কাজ করছিলাম না। কাজী আসাদের কাছে এই গল্প শুনে চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো কাজটা করা দরকার। তাছাড়া চরকি দেশের বড় একটি প্ল্যাটফর্ম। চরকি’র সিরিজ ও ফিল্ম আমি নিয়মিতই দেখি। ওটিটি প্ল্যাটফর্মটির কাজ ভালো হয়, আমারও ভালো লাগে। আশা করছি, চরকির সঙ্গে আমার প্রথম কাজ খুব ভালো হবে ও সবশ্রেণির দর্শকদের এটি দেখে ভালো লাগবে।’

বিদ্যা সিনহা মিম (ছবি: চরকি)
নতুন ফিল্মে মিমের চরিত্রটি কেমন সেই বিষয়ে কোনো আভাস দেননি। তিনি শুধু জানালেন, গল্পে তার চরিত্রকে কেন্দ্র করে একটা দারুণ কিছু হবে। গল্পটি লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। পরিচালকের সঙ্গে মিলে এর চিত্রনাট্য সাজিয়েছেন আসাদুজ্জামান আবীর।

বিদ্যা সিনহা মিম ও কাজী আসাদ (ছবি: চরকি)
মিম প্রসঙ্গে নির্মাতা কাজী আসাদ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী মিম। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি আমরা। কিন্তু তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়, ওখানেই মজা! আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি।’
কাজী আসাদ এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি’র ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ পরিচালনা করেন। এবার ওয়েব ফিল্ম বানাবেন তিনি। তার কথায়, ‘চরকির সঙ্গে কাজ করার একটা আনন্দ হচ্ছে স্বাধীনতা। প্রথম কাজের অভিজ্ঞতা থেকে আশা করতে পারি দ্বিতীয় বা আগামী কাজেও এর ব্যতিক্রম হবে না।’

বিদ্যা সিনহা মিম (ছবি: চরকি)
এদিকে সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। এতে আরিফিন শুভ’র সঙ্গে তার রসায়ন দেখা যাবে। এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ ও গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।

বিদ্যা সিনহা মিম (ছবি: চরকি)
বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে তাকে। শহীদুল্লা কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।
বড় পর্দায় সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় দেখা গেছে মিমকে। সেই বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত ‘পরাণ’ ব্যবসায়িক সাফল্য পায়।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
