ঢালিউড
চলে যাওয়ার ২৬ বছরেও সালমান শাহ সমসাময়িক
দেশীয় সিনেমার ক্ষণজন্মা মহাতারকা সালমান শাহের ২৬তম প্রয়াণ দিবস আজ (৬ সেপ্টেম্বর)। সোশ্যাল মিডিয়ায় তাকে স্মরণ করছেন তারকারা ও ভক্তরা। ফেসবুকে তার নামে ভক্তদের অসংখ্য পেজ ও গ্রুপ আছে। অনেকে নিজেদের ফেসবুক প্রোফাইল ও কাভারের জন্য বেছে নিয়েছেন অমর নায়কের ছবি।
অভিনেতা মিশা সওদাগরের মন্তব্য, ‘চলে যাওয়ার ২৬ বছরেও সালমান শাহ সমসাময়িক। এটাকেই বলে নায়ক।’
শাবনূরের অফিসিয়াল ফ্যান পেজে তার ও সালমান শাহের একটি করে ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ক্ষণজন্মা নায়ক তুমি। তোমার শূন্যতায় আজও ভুগছে ঢালিউড। তুমি ছিলে প্রজন্মের সেরা। যেখানেই থাকো খুব ভালো থাকো।’
সালমানের তিনটি ছবির কোলাজ শেয়ার করে ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেন, ‘সালমান শাহ নব্বই দশকে রুপালি পর্দায় রাজত্ব করেছিলেন এবং স্বল্প সময়ের ক্যারিয়ারে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অপরিসীম অবদান রেখেছিলেন।’ স্মরণ, মৃত্যুবার্ষিকী, প্রার্থনা হ্যাশট্যাগ তিনটি জুড়ে দিয়েছেন তিনি।
সালমান শাহ অভিনীত বিভিন্ন সিনেমার নাম উল্লেখ করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন, “২৬টা বছর হয়ে গেলো তুমি আমাদের সঙ্গে নেই। কিন্তু আছো আমাদের ‘অন্তরে অন্তরে’। আমরা এখনো ‘তোমাকে চাই’। ‘জীবন সংসার’-এ কোনও ‘দেনমোহর’-এর বিনিময়ে কিংবা কোনও ‘বিক্ষোভ’ করেও তোমাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। জানি ‘চাওয়া থেকে পাওয়া’ অসম্ভব। কিন্তু ‘বুকের ভেতর আগুন’ জ্বলছে, একটু ‘স্নেহ’ কি পেতে পারতাম না? এটুকু ‘আশা ভালোবাসা’য় তুমি সারাজীবন থেকো আমাদের ‘প্রিয়জন’ হয়ে। আমরা ভালো আছি, তুমি ভালো থেকো, আর আকাশের ঠিকানায় চিঠি লিখো।”
সালমান শাহের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানী। এতে নাঈম আর আমিন খানও আছেন। তিনি লিখেছেন, ‘আমার সহযোদ্ধা তোমার চলে যাওয়াটা ২৬ বছর ধরে আমাকে কষ্ট দেয়, একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে।’
সালমান শাহের মৃত্যুর তারিখ (৬-৯-১৯৯৬) উল্লেখ করে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘একটি পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ হিরো!’
চিত্রনায়ক নিরব হোসেন নিজের জেলা রাজবাড়ীর পাংশার নূপুর সিনেমা হলে সালমান শাহের ‘জীবন সংসার’ দেখেছিলেন তিনি। সেই স্মৃতি রোমন্থন করে তিনি লিখেছেন, ‘পর্দায় আপনাকে দেখে নায়ক হওয়ার ইচ্ছে সেদিনই প্রথম জেগেছিল। কী অভিনয়! কী স্টাইল! মৃত্যুর ২৫ বছর পরেও বাংলা সিনেমার সর্বসেরা রোমান্টিক হিরোদের তালিকায় আপনার স্থান ওপরে। ২৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করি।’
গীতিকবি ইশতিয়াক আহমেদের চোখে, ‘সালমান শাহ মূলত মানুষের শীতের ছবিগুলোর মতোই। যখনই দেখবেন, সুন্দর লাগবে।’
নিরবের মতো সালমান শাহকে উদ্দেশ্য করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আপনার কোটি কোটি ভক্ত এখনো আপনাকে আকাশের ঠিকানায় চিঠি লেখে। আপনি কি সেই চিঠিগুলো পড়েন? আপনি কি জানতে পারেন, এখনো তারা আপনাকে কতটা ভালোবাসে? যেখানেই থাকেন ভালো থাকেন অসংখ্য মানুষের প্রিয় নায়ক সালমান শাহ। অতল শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
