Connect with us

গান বাজনা

‘চাঁদ মামা’ দোলাকে নিয়ে আরফিন রুমির ‘আঘাত’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আরফিন রুমি ও দোলা রহমান (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান গেয়ে থাকেন। অডিও-সিনেমা মিলিয়ে হাতেগোনা কয়েকবার এর ব্যতিক্রম ঘটেছে। এ তালিকায় যুক্ত হলো আরেকটি গান। মার্সেলের সুর-সংগীতে তার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘আঘাত’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’ খ্যাত দোলা রহমান।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য তৈরি হয়েছে ‘আঘাত’। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান।

আরফিন রুমি (ছবি: ফেসবুক)

অন্যের সুরে আবার নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। ‘আঘাত’ দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

দোলা রহমান (ছবি: ফেসবুক)

‘আঘাত’ নিয়ে আশাবাদী নির্মাতা রাজ। তিনি বলেন, ‘গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে রবে। এটি প্রকাশিত হবে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে।’

‘সহযাত্রী’ ইউটিউব ফিল্মটি শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ