Connect with us

গান বাজনা

চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

এ কে রাতুল (ছবি: ফেসবুক)

প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে এ কে রাতুল মারা গেছেন। তিনি ছিলেন ‘ওন্ড’ ব্যান্ডের গায়ক, ড্রামার, বেজ গিটারশিল্পী, সংগীত পরিচালক ও শব্দ প্রকৌশলী। তার মৃত্যুর খবর জেনে সংগীতাঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন। 

জানা গেছে, আজ (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের সময় ঢাকার উত্তরায় একটি জিমে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন এই তরুণ। তড়িঘড়ি তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে লুবনা হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেক পর রাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ‘ওন্ড’ ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম সোশ্যাল মিডিয়ায় এসব তথ্য জানিয়েছেন।

রাতুলের মৃত্যুতে শোক জানিয়ে দলছুট ব্যান্ডের সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ফেসবুকে লিখেছেন, ‘শান্তিতে থাকো।’

২০১৪ সালে রাতুলের ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ