ফিল্ম ফেস্টিভ্যাল
চেক প্রজাতন্ত্রে ২০ লাখ টাকার পুরস্কার জিতলো ‘বালুর নগরীতে’

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) মোস্তফা মন্ওয়ার, মেহেদী হাসান ও মেহেজাবীন খান (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (কেভিআইএফএফ) পুরস্কার জিতলো বাংলাদেশের ‘বালুর নগরীতে’। উৎসবটির ৫৯তম আসরে প্রক্সিমা প্রতিযোগিতা শাখার সর্বোচ্চ স্বীকৃতি গ্রাঁ প্রিঁ পেয়েছে বাংলা ভাষার এই সিনেমা। এটি মেহেদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তার হাতে এসেছে ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ লাখ টাকা)।
গতকাল (১২ জুলাই) এবারের কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ট্রফি গ্রহণ করে মেহেদী হাসান বলেন, “আমার জন্য এই প্রাপ্তি অনেক বেশি কিছু। এমন চমৎকর একটি ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের নিমন্ত্রণ করার জন্য কেভিআইএফএফ টিমকে ধন্যবাদ। ‘স্যান্ড সিটি’ টিমকে ধন্যবাদ জানাই।”
‘বালুর নগরীতে’ সিনেমার মূল দুই চরিত্র ঢাকার বাসিন্দা এমা ও হাসান একে অপরের পরিচিত নয়। কিন্তু তাদের মধ্যে মিল আছে। তারা দুই জনই বালি চোর। নিজের পোষা বিড়ালের ক্যাট লিটারের জন্য স্কুটারে করে এমা বালু চুরি করে। আর হাসানের উদ্দেশ্য কাচ তৈরি করা। তার স্বপ্ন, কাচ তৈরির কারখানার মালিক হওয়া। একদিন একটি কাটা আঙুল পাওয়ার পর থেকে তাদের জীবন নাটকীয়ভাবে বাঁক নিতে থাকে।

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী মঞ্চে মেহেদী হাসান (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
কার্লোভি ভ্যারি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয় গত ৪ জুলাই। উৎসবে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই প্রতিদিন ‘বালুর নগরীতে’ সিনেমার একটি করে মোট চারটি প্রদর্শনী হয়েছে। এতে এমা চরিত্রে ভিক্টোরিয়া চাকমা ও হাসান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। উৎসবে নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে তাদের পাশাপাশি ছিলেন সাউন্ড ডিজাইনার অরণ্যক পৃথিবী, সহ-প্রযোজক মাহজাবীন খান ও মোস্তফা মন্ওয়ারের স্ত্রী সাবরিনা আইরিন।
‘স্যান্ড সিটি’র গল্প ভাবনা প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, তিনি একসময় বাসায় বিড়াল পুষতেন। তার দুটি বিড়াল ছিলো। তাদের জন্য ক্যাট লিটারের প্রয়োজন হতো। সেজন্য তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা, রাস্তার মোড় ও নির্মাণাধীন ভবনের আশপাশ থেকে বালু সংগ্রহ করতেন। এভাবে গল্পটি তার ভাবনায় আসে।
প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় বিচারক হিসেবে ছিলেন ইন্দোনেশিয়ার প্রযোজক ইউলিয়া এভিনা ভারা, রোমানিয়ান পরিচালক নোয়াজ দেশে, ডমিনিকান পরিচালক নেলসন কার্লোস দে লস সান্তোস আরিয়াস, আমেরিকান এজেন্ট মারিসা ফ্রোবস।

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) মেহেজাবীন খান, মোস্তফা মন্ওয়ার, মেহেদী হাসান, ভিক্টোরিয়া চাকমা ও অরণ্যক পৃথিবী (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
২০১৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘লে সিনেমাস দ্যু মন্দ’ প্যাভিলিয়নে ফ্রেঞ্চ ইনস্টিটিউট আয়োজিত লা ফেব্রিক সিনেমা (দ্য সিনেমা ফ্যাক্টরি) কার্যক্রমে নির্বাচিত হয় ‘স্যান্ড সিটি’র পাণ্ডুলিপি। কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেওয়া ফিল্ম প্রফেশনালদের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান তরুণ নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়াই এই কার্যক্রমের উদ্দেশ্য। ফলে বিভিন্ন দেশের পরিবেশক ও এজেন্টদের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় মেহেদী হাসানের। এরপর ‘বালুর নগরীতে’ সিনেমার গল্প লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তহবিল পায়।

কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (বাঁ থেকে) অরণ্যক পৃথিবী, ভিক্টোরিয়া চাকমা, মেহেদী হাসান, মোস্তফা মন্ওয়ার, মেহেজাবীন খান ও সাবরিনা আইরিন (ছবি: কার্লোভি ভ্যারি উৎসব)
খনা টকিজের ব্যানারে ‘বালুর নগরীতে’ প্রযোজনা করেছেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘শিমু’র পরিচালক রুবাইয়াত হাসান ও আদনান ইমতিয়াজ আহমেদ। এটি বিপণনের জন্য স্বত্ব কিনে নিয়েছে ব্যাংককের পরিবেশনা সংস্থা ডাইভার্সন। বাংলাদেশ ও সুইজারল্যান্ড ব্যতীত বিশ্বব্যাপী এই সিনেমা বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।
এদিকে কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ক্রিস্টাল গ্লোব প্রতিযোগিতা শাখায় গ্রাঁ প্রিঁ (২৫ হাজার ডলার) জিতেছে চেক-স্লোভাক নির্মাতা মিরো রেমোর প্রামাণ্য সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’। সুমাভা পর্বতমালায় জীবনযাপন করা যমজ ভাই ফ্রান্তা ও অন্দ্রাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এটি, যারা নিজেদের পুরো জীবন একই জায়গায় কাটানো সম্ভব কিনা দেখতে চায়।
ক্রিস্টাল গ্লোব প্রতিযোগিতা শাখায় স্পেশাল জুরি প্রাইজ (১৫ হাজার ডলার) পেয়েছে ইরানের সোহেল বেইরাঘি পরিচালিত ‘বিদাদ’। এতে এক উঠতি কণ্ঠশিল্পীর গল্প বলা হয়েছে যে জনসমক্ষে নারীদের গান গাওয়ার অনুমতি না থাকা মানতে নারাজ।
প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় স্পেশাল জুরি প্রাইজ (১০ হাজার ডলার) জিতেছে কলম্বিয়ার ফেদেরিকো আতেয়োর্তুয়া আর্তেয়াগা পরিচালিত ‘ফরেনসিকস’।
বিশ্ব সিনেমায় অসামান্য শৈল্পিক অবদান রাখার স্বীকৃতি হিসেবে সুইডিশ অভিনেতা স্টেলান স্কর্শগার্ড পেয়েছেন সম্মানসূচক ক্রিস্টাল গ্লোব। চেক চিত্রগ্রহণে অবদানের জন্য উৎসব সভাপতির পুরস্কারে ভূষিত হয়েছেন জিরি ব্রোজেক। এছাড়া উৎসব সভাপতির পুরস্কার পেয়েছেন আমেরিকান অভিনেত্রী ড্যাকোটা জনসন, লাক্সেমবার্গ-জার্মান অভিনেত্রী ভিকি ক্রিপস ও আমেরিকান অভিনেতা পিটার সার্সগার্ড।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস