Connect with us

ঢালিউড

‘জংলি’র একের পর এক রেকর্ড

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও শবনম বুবলী (ছবি: দি অভি কথাচিত্র)

‘জংলি’ম্যানিয়া চলছেই! এম রাহিম পরিচালিত ‘জংলি’র সফল পথচলা অব্যাহত রয়েছে বড় পর্দায়। দেশের পাশাপাশি বিদেশেও দর্শকদের মন ছুঁয়েছে এই সিনেমা। আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাসব বয়সী দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। এর বেশিরভাগ শো এখনো হাউজফুল যাচ্ছে। ফলে সিনেমাটি গড়ে চলেছে নতুন নতুন রেকর্ড! সুপারহিট ‘জংলি’ এখন ফ্যামিলি ব্লকবাস্টার হওয়ার পথে।

ঈদুল ফিতরে (৩১ মার্চ) মুক্তির পর এখন পর্যন্ত দেশ ও বহির্বিশ্ব মিলিয়ে ‘জংলি’র টিকিট বিক্রি থেকে এসেছে ৫ কোটি টাকার বেশি। গত ১ মে একদিনে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে সিনেমাটি।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও নৈঋতা (ছবি: দি অভি কথাচিত্র)

গতকাল (২ মে) সোশ্যাল মিডিয়ায় ‘জংলি’ তারকা সিয়াম আহমেদ জানিয়েছেন, গত ১ মে একদিনে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে সিনেমাটি। সেদিন দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন আর বহির্বিশ্ব মিলিয়ে ‘জংলি’র টিকিট বিক্রি থেকে এসেছে ৪০ লাখ ১৭ হাজার টাকা। একদিনে এটাই এই সিনেমার সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এর মাধ্যমে মুক্তির ৩২তম দিনে ভাঙলো এর ২৬তম দিনের রেকর্ড। সেদিন টিকিট বিক্রি থেকে এসেছিল ৩৫ লাখ ১১ হাজার টাকা।

‘জংলি’ সিনেমায় প্রার্থনা ফারদিন দীঘি ও সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

গত ৫ এপ্রিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সুইডেনের ৭৬টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘জংলি’। সিনেমাটির পরিবেশক দি অভি কথাচিত্রের স্বত্বাধিকারী জাহিদ হাসান অভি সিনেমাওয়ালা নিউজকে বলেন, ‘এটি আমাদের পুরো টিমের আবেগপ্রবণ প্রকল্প। আমরা খুব সচেতনভাবে সিনেমাটি তৈরি করেছি যেন লগ্নিকৃত অর্থ তুলে আনতে পারি। পাশাপাশি লভ্যাংশ ঘরে এনে অন্যদের অনুপ্রেরণা দিতে চেয়েছি। প্রযোজকরা যেন স্বপ্ন দেখার সাহস পান– এটাই আমাদের চাওয়া ছিলো।’

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও শবনম বুবলী (ছবি: দি অভি কথাচিত্র)

জাহিদ হাসান অভি জানান, ‘জংলি’র বাজেট আড়াই কোটি টাকা। এটি মুক্তির আগেই বিভিন্ন ব্র‍্যান্ডের পৃষ্ঠপোষকতা ও টিভি স্বত্ব থেকে বেশ ভালো অঙ্ক পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশের সিনেমাহল থেকে ‘জংলি’ ৪ কোটি ২৭ লাখ টাকা ও বিদেশ থেকে ৭৫ লাখ টাকা টিকিট বিক্রি থেকে এসেছে। অঙ্কটা মোট ৫ কোটি ২ লাখ টাকা।

তরুণ এই পরিবেশকের কথায়, “এটি সত্যিকারের সুপারহিট সিনেমা। ‘জংলি’কে যেভাবে ভালোবাসা দিচ্ছেন দর্শকরা, তাতে আমার একযুগের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটি নিশ্চিতভাবেই ব্লকবাস্টার হতে যাচ্ছে।”

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও নৈঋতা (ছবি: দি অভি কথাচিত্র)

‘জংলি’র প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি ও শিশুশিল্পী নৈঋতা। বিভিন্ন চরিত্রে আরো আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু, মনির আহমেদ শাকিল, জাহিদ ইসলাম, সুব্রত ফারদিন। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য সাজিয়েছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ ও নৈঋতা (ছবি: দি অভি কথাচিত্র)

সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। ‘জংলি’র গান গেয়েছেন তাহসান খান, হাবিব ওয়াহিদ, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, আতিয়া আনিসা। আবহ সংগীত তৈরি করেছেন অমিত চ্যাটার্জি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ